প্রকাশিত: ৭:৫০ পূর্বাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৩
নিউজ ডেস্ক: ২৮ অক্টোবর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। এ বিষয়ে পুলিশকে সমাবেশের বিষয়ে জানিয়েছে দলটি। তাদের চিঠির জবাবে বিকল্প দুটি ভেন্যুর নামসহ সাতটি তথ্য চেয়েছে পুলিশ।
গতকাল বুধবার (২৫ অক্টোবর) বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে চিঠির মাধ্যমে এসব তথ্য চাওয়া হয়েছে।
চিঠিতে পুলিশ জানতে চেয়েছে, সমাবেশে লোকসমাগমের সংখ্যা, সময়, বিস্তৃতি, কোন কোন স্থানে মাইক লাগানো হবে, অন্য দলের কেউ উপস্থিত থাকবেন কি না সহ সাতটি তথ্য।
পাশাপাশি জননিরাপত্তার কারণে নয়াপল্টনে সমাবেশের অনুমতি দেওয়া সম্ভব না হলে কোথায় হতে পারে—এমন বিকল্প দুটি নাম চেয়েছে।
প্রসঙ্গত, সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের এক দফা দাবিতে ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। ১৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক জনসমাবেশে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কর্মসূচি ঘোষণা করে ফখরুল বলেন, ‘মহাসমাবেশ থেকে আমাদের মহাযাত্রা শুরু হবে। এরপর সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা আর থেমে থাকব না। অনেক বাধা আসবে। অনেক বিপত্তি আসবে। এসব বাধা বিপত্তি অতিক্রম করে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে অশান্তি সৃষ্টিকারী আওয়ামী লীগের পতন ঘটাব।’
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest