প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৫
ডেস্ক রিপোর্ট:চীনের প্রেসিডেন্ট সি চিনপিং মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন।সি বলেন, বৈশ্বিক পরিবর্তন এখন দ্রুত ঘটছে। এ সময়ে চীন-পাকিস্তান দৃঢ় সম্পর্ক আঞ্চলিক শান্তি ও উন্নয়ন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন যুগে দুই দেশকে আরও ঘনিষ্ঠ কমিউনিটি গড়ে তুলতে হবে, যা দুই দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে।তিনি আরও জানান, চীন পাকিস্তানের সঙ্গে মিলে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর এবং চীন-পাকিস্তান মুক্ত বাণিজ্য চুক্তির উন্নত সংস্করণ তৈরি করতে আগ্রহী। এ জন্য পাকিস্তানকে চীনা নাগরিক, প্রকল্প ও প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।শাহবাজ শরিফ বলেন, প্রেসিডেন্ট সি প্রস্তাবিত গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ বিশ্ব শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তান এ উদ্যোগকে পূর্ণ সমর্থন দেবে এবং সক্রিয়ভাবে বাস্তবায়নে কাজ করবে।চীনা নাগরিক, প্রকল্প ও প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে পাকিস্তান প্রতিশ্রুতি দিয়েছে বলেও জানান তিনি।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest