প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৫
ডেস্ক রিপোর্ট:সাংবাদিক বিভুরঞ্জনের রহস্যময় মৃত্যু ও আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে লন্ডন শহীদ মিনারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সাংবাদিক বিভুরঞ্জন সরকার নিখোঁজ হওয়ার প্রায় ৩৬ ঘণ্টা পর তাঁর লাশ মুন্সিগঞ্জের মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়। তাঁর মৃত্যু হত্যা না আত্মহত্যা এটি এখনো রহস্যময়। এই প্রেক্ষাপটে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরাও গত কয়েক দিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানারকম বঞ্চনা-শোষণের শিকার হওয়ার কথা লিখছেন। সাংবাদিক বিভুরঞ্জন সরকারের রহস্যময় মৃত্যু এবং সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে লন্ডন বাংলা মিডিয়ার সাংবাদিকবৃন্দ লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনারে ২৬ আগস্ট মঙ্গলবার বিকাল ৬ টায় এক মানববন্ধেনে মিলিত হন। মৃত্যুর আগে স্থানীয় একটি গণমাধ্যমকে লেখাসহ একটি ইমেইল পাঠিয়ে ‘নিখোঁজ’ হয়েছিলেন বিভুরঞ্জন সরকার। তার ‘জীবনের শেষ লেখায়’ নিজের অর্থনৈতিক দৈন্যদশাসহ আরও বেশকিছু অভিযোগের কথা উল্লেখ করেছেন তিনি। মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা দেশের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে বলেন, দেশ এখন মগের, দেশ এখন মবের। এই ব্যর্থ অবৈধ দখলবাজ সরকার সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা দিতে ব্যর্থ। তারা বলেন, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা স্বাধীনতা, বঙ্গবন্ধু নিয়ে যারা ছিনিমিনি খেলছে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে হারিয়ে যাবে। মানববন্ধন অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক শাহ বেলাল। আরো যারা উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা-সাংবাদিক আবু মুসা হাসান, সাংবাদিক মতিয়ার চৌধুরী, ড. আনসার আহমেদ উল্লাহ, বাতিরুল হক সরদার, বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, সৈয়দ এনামুল ইসলাম, আব্দুল আহাদ চৌধুরী, জুয়েল রাজ, আব্দুল বাছির, সুসান্ত দাস গুপ্ত, আলী আকবর চৌধুরী, সুয়েজ মিয়া, পুস্পিতা গুপ্ত, রুমি হক ও সৈয়দ হিলাল সাইফ প্রমুখ।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest