যুক্তরাজ্যের শেফিল্ডে প্রবাসীদের জন্য কনস্যুলার ক্যাম্প সম্পন্ন

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৫

যুক্তরাজ্যের শেফিল্ডে প্রবাসীদের জন্য কনস্যুলার ক্যাম্প সম্পন্ন

ডেস্ক রিপোর্ট:প্রবাসীদের জন্য সেবা আরও সহজ করতে যুক্তরাজ্যের শেফিল্ড শহরে দিনব্যাপী কনস্যুলার সার্জারি/ক্যাম্প আয়োজন করেছে ম্যানচেস্টারস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশন।শনিবার (২৬ জুলাই) স্থানীয় ব্রিটিশ বাংলাদেশি ও প্রবাসী কমিউনিটির সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পে শতাধিক সেবা দেওয়া হয়। পাসপোর্ট, কনস্যুলার সার্ভিস, প্রবাসী সমস্যা সংক্রান্ত পরামর্শসহ বিভিন্ন তথ্য-সেবা এই ক্যাম্পে পাওয়া গেছে।এ উপলক্ষ্যে শেফিল্ড সেন্ট্রালের এমপি এবটিসাম মোহামেদের সঙ্গে সহকারী হাইকমিশনারের একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এছাড়া সহকারী হাইকমিশনার স্থানীয় বাইতুল মুকাররম জামে মসজিদে কমিউনিটি প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।এই কার্যক্রমে অংশগ্রহণকারী সবাইকে বিশেষ করে ব্রিটিশ বাংলাদেশি ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটি প্রতিনিধিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে ম্যানচেস্টারস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশন। সেবাপ্রার্থীর দোরগোড়ায় সেবা পৌঁছানোর এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং আরও সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ