প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৫
ডেস্ক রিপোর্ট:স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২৭ আগস্ট) প্রকাশিত তথ্যে জানা গেছে, এ সময়ে কোনো রোগীর মৃত্যু ঘটেনি।চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ২৯ হাজার ৯৪৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ১১৮ জন। আগস্ট মাসে এ পর্যন্ত ৮ হাজার ৯৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৩৫ জন মৃত্যুবরণ করেছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৪২৬ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪৭৮ জন এবং ঢাকার বাইরে ৯৪৮ জন রোগী বিভিন্ন বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন।২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১২০ জন, চট্টগ্রাম বিভাগে ৭৩ জন, ঢাকা বিভাগে ৬৭ জন, খুলনা বিভাগে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে ৭ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, এবং রংপুর বিভাগে ৫ জন রয়েছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৭ জন এবং দক্ষিণ সিটি করপোরেশনে ৬৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।বছরের শুরু থেকে হাসপাতাল ভর্তি ও মৃত্যুর পরিসংখ্যান বলছে, জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে-তে ১ হাজার ৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন এবং জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ জন রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে-তে ৩ জন, জুনে ১৯ জন এবং জুলাইয়ে ৪১ জন মৃত্যু হয়েছে।দীর্ঘমেয়াদি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং মোট মৃত্যু হয়েছে ৫৭৫ জনের। ২০২৩ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের।স্বাস্থ্য অধিদফতর জনগণকে সতর্ক থাকার পাশাপাশি ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানাচ্ছে, যাতে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest