‘রাগ, হতাশা আর হারানোর অনুভূতি আমাদের সবার মধ্যে’- জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েলে বিক্ষোভ

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৫

‘রাগ, হতাশা আর হারানোর অনুভূতি আমাদের সবার মধ্যে’- জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েলে বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট: মিছিল, অবরোধ এবং বিক্ষোভের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েল। অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা এবং গাজায় বন্দি জিম্মিদের দাবিতে মঙ্গলবার সকাল থেকেই দফায় দফায় দেশজুড়ে বিক্ষোভ দেখা গিয়েছে।হামাসের হেফাজতে থাকা জিম্মিদের পরিবারের সদস্যদের পাশাপাশি এই বিক্ষোভে সামিল হন সাধারণ মানুষও।হামাসের হাতে আটক জিম্মিদের মধ্যে ২০জন এখনো জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে। এদের মধ্যে বেশিরভাগই ইসরায়েলি এবং অনেকের দ্বৈত নাগরিকত্বও রয়েছে।জিম্মিদের নিরাপদে ফেরানোর বিষয়কে সর্বাধিক গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন বিক্ষোভে সামিল ব্যক্তিরা।

এ সংক্রান্ত আরও সংবাদ