প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৫
ডেস্ক রিপোর্ট: ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিআমিন নেতানিয়াহু বুধবার সোশ্যাল মিডিয়ায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে ‘দুর্বল রাজনীতিবিদ’ হিসেবে অভিহিত করার পর দেশটি এর তীব্র সমালোচনা করেছে।‘ অস্ট্রেলিয়ার একজন শীর্ষ মন্ত্রী বলেন, আপনি কতজন মানুষকে উড়িয়ে দিতে পারেন, শক্তি এর চেয়ে বেশি কিছু।কয়েক দশক ধরে, অস্ট্রেলিয়া নিজেকে ইসরাইলের ঘনিষ্ঠ বন্ধু বলে মনে করে আসছে, কিন্তু গত সপ্তাহে ক্যানবেরা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকে সম্পর্ক দ্রুত ভেঙে পড়েছে।নেতানিয়াহু মঙ্গলবার রাতে, অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট অ্যান্থনি আলবানিজকে ‘ইসরাইলের সঙ্গে বিশ্বাসঘাতকতাকারী দুর্বল রাজনীতিবিদ’ বলে অভিহিত করে বাকযুদ্ধ তীব্রতর করে তোলেন।অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বুধবার বলেছেন, এটি একজন হতাশ নেতার ‘আক্রমণ’ এর লক্ষণ।বার্ক জাতীয় সম্প্রচারক এবিসিকে বলেন, ‘আপনি কতজনকে উড়িয়ে দিতে পারেন বা কতজন শিশুকে অভুক্ত রাখতে পারেন তার দ্বারা শক্তি পরিমাপ করা হয় না।’১৯৫০-এর দশক জুড়ে অস্ট্রেলিয়া হলোকাস্টের (দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানি কর্তৃক ইহুদিদের ওপর চালানো গণহত্যা) ভয়াবহতা থেকে পালিয়ে আসা ইহুদিদের আশ্রয়স্থল ছিল। একসময় মেলবোর্ন শহরটি ইসরাইলের বাইরে হলোকাস্ট থেকে বেঁচে যাওয়া সবচেয়ে বেশি জনসংখ্যাকে আশ্রয় দিয়েছিল।
ফ্রান্স, কানাডা এবং যুক্তরাজ্যের প্রতিশ্রুতির পর অস্ট্রেলিয়ার ফিলিস্তিনি রাষ্ট্রকে আগামী মাসে অনুরূপ স্বীকৃতি দেওয়ার ঘোষণায় নেতানিয়াহু ক্ষুব্ধ হন। এই সিদ্ধান্তের পর নয় দিনের ব্যবধানে, অস্ট্রেলিয়া ও ইসরাইলের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে।অস্ট্রেলিয়া সোমবার নেতানিয়াহুর শাসক জোটের সদস্য কট্টর-ডানপন্থী ইসরাইলি রাজনীতিবিদ সিমচা রথম্যানের ভিসা বাতিল করে বলেছে যে তার পরিকল্পিত সফর ‘বিভাজন ছড়িয়ে দেবে।’মঙ্গলবার ইসরাইল ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে ক্যানবেরার কূটনৈতিক প্রতিনিধিদের ভিসা বাতিল করে এর প্রতিশোধ নেয়।তারপরই নেতানিয়াহু সোশ্যাল মিডিয়ায় আলবানিজের প্রতি তীব্র সমালোচনা করেন। তিনি এক্স-এ বলেন, ‘ইতিহাস আলবানিজকে তার চরিত্রের জন্য স্মরণ করবে। একজন দুর্বল রাজনীতিবিদ যিনি ইসরাইলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এবং অস্ট্রেলিয়ার ইহুদিদের পরিত্যাগ করেছেন।’
২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের আক্রমণের ফলে গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়া ইসরাইল ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে।ফিলিস্তিনি অঞ্চলে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দিচ্ছে বলে জাতিসংঘ-সমর্থিত বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। তবে তা সত্ত্বেও সেখানে মানবিক সাহায্যের প্রবেশে কঠোরভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরাইল। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন গত সপ্তাহে নেতানিয়াহু ‘চক্রান্ত হেরে গেছে’ বলে মন্তব্য করেছেন। গত বছরের শেষের দিকে সিডনি ও মেলবোর্নে ইহুদি-বিরোধী হামলার পর অস্ট্রেলিয়া এবং ইসরাইলের মধ্যে সম্পর্ক খারাপ হতে শুরু করে। নেতানিয়াহু অস্ট্রেলিয়ান সরকারকে ‘ইসরাইল-বিরোধী মনোভাব’ পোষণ করার অভিযোগ করেন।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest