প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৫
ডেস্ক রিপোর্ট:ইথিওপিয়া থেকে আনা বিরল মানব পূর্বপুরুষ লুসির ৩ দশমিক ১৮ মিলিয়ন বছরের পুরনো হাড়ের টুকরো, সোমবার প্রাগের চেক জাতীয় জাদুঘরে প্রদর্শিত হবে।ইউরোপে প্রথমবারের মতো এটি প্রদর্শিত হবে।অস্ট্রেলোপিথেকাস আফারেনসিসের প্রাচীন ধ্বংসাবশেষ ১৯৭৪ সালে ইথিওপিয়ায় আবিষ্কৃত হয়। সেই সময়ে, এই আবিষ্কার ছিল সবচেয়ে সম্পূর্ণ এবং মানবজাতির পূর্বপুরুষদের বোঝার ক্ষেত্রে বিপ্লব এনেছিল।লুসির দেহাবশেষ সেলামের পাশে উপস্থাপন করা হবে, যা লুসির প্রায় এক লাখ বছর আগে বেঁচে থাকা একটি শিশু অস্ট্রেলোপিথেকাসের জীবাশ্ম, যা ২৫ বছর পরে একই জায়গায় পাওয়া গিয়েছিল।লুসি আবিষ্কারক ডোনাল্ড জোহানসন এবং সেলাম আবিষ্কারক জেরেসেনে আলেমসেগেড প্রাগে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।১৫ আগস্ট দেহাবশেষ প্রাগে পৌঁছানোর প্রাক্কালে জাতীয় জাদুঘরের পরিচালক মাইকেল লুকস বলেন, ‘ইথিওপিয়ার বাইরে কখনও সেলাম প্রদর্শিত হয়নি এবং লুসি কেবল একবার মার্কিন যুক্তরাষ্ট্রে প্রদর্শিত হয়।’তিনি আরও বলেন, ইথিওপিয়ার আদ্দিস আবাবায় অবস্থিত জাতীয় জাদুঘরের কাছ থেকে ধার করে আনা এই ধ্বংসাবশেষ ‘বিশ্বের সবচেয়ে মূল্যবান এবং প্রাচীনতম জীবাশ্মতাত্ত্বিক প্রদর্শনীর’ মধ্যে স্থান পেয়েছে।‘মানব উৎপত্তি এবং জীবাশ্ম’ প্রদর্শনীর অংশ হিসেবে ৫২টি খণ্ড ৬০ দিন ধরে প্রদর্শিত হবে।ইথিওপিয়ান হেরিটেজ অথরিটির পরিচালক আবেবাও আয়ালিউ গেলা বলেন, প্রদর্শনী ‘মানব উৎপত্তির ভূমি হিসেবে ইথিওপিয়ার কথা প্রচার করা হয়।’আয়ালেউ গেলা বলেন, ‘লুসি মানব পূর্বপুরুষদের অধ্যয়নের ক্ষেত্রে প্রথমত এর সম্পূর্ণতার কারণে এবং দ্বিতীয়ত এর বয়সের কারণে বিপ্লব এনেছে।’
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest