প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৫
ডেস্ক রিপোর্ট: ভারতীয়দের বিরুদ্ধে যুক্তরাজ্যে সংঘটিত যৌন অপরাধে সবচেয়ে বেশি জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে এ সংক্রান্ত অপরাধে সবচেয়ে বেশি দণ্ড পেয়েছেন ভারতীয় নাগরিকরা।সম্প্রতি যুক্তরাজ্যের বিচার মন্ত্রণালয়ের পরিসংখ্যানের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য টেলিগ্রাফ।
ব্রিটিশ সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে যৌন অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণের ভিত্তিতে ভারতীয়দের বিরুদ্ধে দেওয়া রায়ের সংখ্যা ২৮ থেকে বেড়ে ১০০-তে দাঁড়িয়েছে। এ হিসেবে চার বছরে ভারতীয়দের বিরুদ্ধে চার বছরে দণ্ডের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ২৫৭ শতাংশ। একই সময়ে নাইজেরিয়ার নাগরিকদের ক্ষেত্রে এ সংক্রান্ত অপরাধে দণ্ডের পরিমাণ ১৬৬ শতাংশ ও ইরাকের নাগরিকদের ক্ষেত্রে ১৬০ শতাংশ বৃদ্ধি হয়েছে।মন্ত্রণালয় জানিয়েছে, এই সংখ্যাগুলো শুধুমাত্র দণ্ড প্রদানের ঘটনার সঙ্গে সম্পর্কিত।
এ ছাড়া, সার্বিকভাবে গুরুতর অপরাধে দণ্ডপ্রাপ্ত বিদেশি নাগরিকদের তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করছেন ভারতীয় নাগরিকরা। ২০২১ সালে যুক্তরাজ্যে যেখানে গুরুতর বিভিন্ন অপরাধে দণ্ডিত ভারতীয় নাগরিকের সংখ্যা ২৭৩ ছিল, সেখানে ২০২৪ সাল নাগাদ ১১৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫৮৮-তে দাঁড়িয়েছে এই সংখ্যা। আলজেরীয় ও মিসরীয় নাগরিকদের ক্ষেত্রে গুরুতর অপরাধে আরো বেশি বৃদ্ধি দেখা গেছে।যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে যেখানে ২৯৩ জন ভারতীয় নাগরিক ছোট নৌকায় অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন, সেখানে ২০২৫ সালের প্রথমার্ধেই প্রবেশ করেছেন ২০৬ জন। তবে, অবৈধ অনুপ্রবেশের প্রবণতা সবচেয়ে বেশি দেখা গেছে আফগানিস্তান, ইরান ও সিরিয়ার নাগরিকদের মধ্যে।২০২৫ সালের জুন পর্যন্ত যুক্তরাজ্যের বন্দরগুলোতে অবৈধ আগমনকারীদের ১৫ শতাংশই ভারতীয় নাগরিক। যুক্তরাজ্যে আশ্রয় গ্রহণে ৫ হাজার ৪৭৪ জন ভারতীয় আবেদনকারীর মধ্যে প্রায় চার হাজার জন বৈধ ভিসাধারী (প্রধানত শিক্ষার্থী ভিসা)। এছাড়া, ৪০০ জন ছোট নৌকা ব্যবহার করে প্রবেশকারী এবং বাকিরা অন্যান্য মাধ্যমে গিয়ে আবেদন করেছেন।অবশ্য, যুক্তরাজ্যে বৈধ অভিবাসনেও শীর্ষে রয়েছেন ভারতের নাগরিকরা। যুক্তরাজ্যের নাগরিকত্ব পাওয়ার পাশাপাশি সর্বাধিক সংখ্যক কাজ ও পর্যটন ভিসা পেয়েছেন তারা। এ ছাড়া, শিক্ষার্থী ভিসাপ্রাপ্তদের মধ্যেও দ্বিতীয় বৃহত্তম গোষ্ঠী ভারতীয়রা।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest