বাইক দুর্ঘটনা কেবল বাড়ছে টরন্টোতে

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৫

বাইক দুর্ঘটনা কেবল বাড়ছে টরন্টোতে

ডেস্ক রিপোর্ট:টরন্টো শহরে বাইক দুর্ঘটনার সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। সাম্প্রতিক পরিসংখ্যান ও স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, গত কয়েক মাসে সাইকেল আর মোটরবাইক উভয়ের দুর্ঘটনার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।শহরের ব্যস্ত রাস্তায় যানবাহনের চাপ, সাইকেল লেনের ঘাটতি এবং ট্রাফিক নিয়ম অমান্য করার প্রবণতাকেই বিশেষজ্ঞরা প্রধান কারণ হিসেবে দেখছেন। বিশেষত অফিস সময়ে ও রাতের বেলায় দুর্ঘটনার আশঙ্কা বেশি দেখা যাচ্ছে।টরন্টো পুলিশ জানিয়েছে, কেবল গত মাসেই একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে কিছুতে তরুণ চালক প্রাণ হারিয়েছেন। আহতদের মধ্যে অনেকে দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শহরের রাস্তায় বাইক ও সাইকেল চালকদের জন্য যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেই। অনেক স্থানে নির্দিষ্ট সাইকেল লেন না থাকায়, গাড়ির সঙ্গে একেবারে কাছাকাছি চলতে বাধ্য হন চালকরা।বিশেষজ্ঞরা বলছেন, এ পরিস্থিতি মোকাবিলায় কড়া ট্রাফিক আইন প্রয়োগ, নিরাপদ বাইক লেন বাড়ানো এবং সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া জরুরি। না হলে আগামী দিনে এ সমস্যার ভয়াবহতা আরও বাড়বে।