নতুন ফিচার নিয়ে এলো গ্রোক এআই

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৫

নতুন ফিচার নিয়ে এলো গ্রোক এআই

ডেস্ক রিপোর্ট:ব্যবহারকারীরা যেকোনো ছবি থেকে মুহূর্তের মধ্যে ভিডিও তৈরি করতে পারবেন। গ্রোক এআই এই ফিচার আপাতত শুধু আইওএস ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। অ্যান্ড্রয়েড সংস্করণও শিগগিরই আসছে বলে নিশ্চিত করেছেন ইলন মাস্ক।

কীভাবে কাজ করবে নতুন ফিচার?

এক্স অ্যাপের সর্বশেষ সংস্করণ ডাউনলোড করার পর ব্যবহারকারীকে শুধু ফিডে থাকা কোনো ছবির ওপর কিছু সময় চাপ দিয়ে “গধশব ারফবড় রিঃয এৎড়শ”অপশনটি বেছে নিতে হবে। এরপর ছবিটি সরাসরি গ্রোক অ্যাপে চলে যাবে এবং মাত্র প্রায় ১৭ সেকেন্ডে সেটিকে ভিডিওতে রূপান্তর করবে। ভিডিওর সঙ্গে চারটি ভিন্ন অডিও ট্র্যাকের একটি যোগ করা যাবে এবং তা সঙ্গে সঙ্গেই শেয়ারও করা যাবে।

গ্রোক ইমাজিন সবার জন্য উন্মুক্ত

এই ফিচার এসেছে গ্রোক ইমাজিন-এর আওতায়। যা সাময়িকভাবে সারা বিশ্বের সব ব্যবহারকারীর জন্য বিনামূল্যে চালু হয়েছে। এর ফলে এক্স-এর ভেতর থেকেই এআই-নির্ভর কনটেন্ট তৈরি হবে আরও সহজ ও দ্রুত। আগে ছবি ম্যানুয়ালি আপলোড করতে হলেও এখন পুরো প্রক্রিয়াই ব্যাকগ্রাউন্ডে স্বয়ংক্রিয়ভাবে হবে।

ব্যবহার করতে যা লাগবে-

১. গ্রোক অ্যাপ ইনস্টল করা এবং রেজিস্টার্ড অ্যাকাউন্টে লগইন থাকা

২. এক্স অ্যাপ আপডেট করা (আইওএসে এখনই ব্যবহার করা যাবে, অ্যান্ড্রয়েডে আসবে শিগগিরই)

৩. ইন্টারনেট সংযোগ ও পর্যাপ্ত স্টোরেজ স্পেস

সম্প্রতি গ্রোক-এ এসেছে অটো ও এক্সপার্ট মোড। পিডিএফ প্রোসেসিংও উন্নত করা হয়েছে। আর অ্যান্ড্রয়েডে টেক্সট বা ছবি থেকে ৬ সেকেন্ডের ভিডিও বানানোর সুবিধাও যোগ হয়েছে।