প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৫
ডেস্ক রিপোর্ট:যুক্তরাষ্ট্রের দূত মরগান ওর্টাগাস মঙ্গলবার বলেছেন, হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের বিষয়ে লেবাননের সরকারের গৃহীত সিদ্ধান্ত এখন বাস্তবায়নের দিকে যেতে হবে। লেবানন সরকার পদক্ষেপ নিলে ইসরাইলও তাতে সাড়া দেবে।বৈরুত থেকে এএফপি জানায়, মরগান ওর্টাগাস বৈরুতের বাবদায় লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বলেন, কয়েক সপ্তাহ আগে নেওয়া লেবানন সরকারের ঐতিহাসিক সিদ্ধান্তে আমরা সবাই অত্যন্ত উৎসাহিত হয়েছি। তবে এখন কথা বলার সময় নয়, এখন কাজ করার সময়।সোমবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, লেবানন সরকার হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের সিদ্ধান্ত বাস্তবায়ন করলে অবশিষ্ট ইসরাইলি সেনা ধাপে ধাপে লেবানন থেকে প্রত্যাহার করে নেওয়া হবে।ওর্টাগাস বলেন, লেবানন সরকার যে পদক্ষেপ নেবে, আমরা ইসরাইলি সরকারকে একই পদক্ষেপ নিতে উৎসাহিত করব।
প্রতিনিধি দলে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের আরেক দূত টম ব্যারাক জানান, চলতি মাসের শেষে লেবাননের সেনাবাহিনী ও সরকার হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের একটি সুস্পষ্ট পরিকল্পনা উপস্থাপন করবে বলে আশা করা হচ্ছে।তিনি বলেন, ইসরাইল এখন যা বলছে, তা ঐতিহাসিক। আমরা লেবানন দখল করতে চাই না। ইসরাইলি কর্মকর্তারা এখন দেখতে চাইছে হিজবুল্লাহকে বাস্তবে নিরস্ত্রীকরণের পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন হয়।হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম নিরস্ত্রীকরণের বিষয়ে বারবার অস্বীকৃতি জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের ব্যাপক চাপ এবং ইসরাইলি সামরিক অভিযান বিস্তারের আশঙ্কার মধ্যে লেবানন সরকার চলতি মাসে দেশটির সেনাবাহিনীকে বছরের শেষ নাগাদ হিজবুল্লাহ নিরস্ত্রীকরণের পরিকল্পনা প্রণয়নের দায়িত্ব দিয়েছে।
এ সিদ্ধান্ত গত নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পাদিত এক যুদ্ধবিরতির অংশ, যা হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে এক বছরের বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটাবে বলে আশা করা হচ্ছে।চুক্তির আওতায় হিজবুল্লাহ যোদ্ধাদের লিটানি নদীর উত্তরে, অর্থাৎ ইসরাইল সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে সরিয়ে নিতে হবে এবং লেবাননের সেনারা ও জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী তাদের স্থলাভিষিক্ত হবে।এ ছাড়া ইসরাইলকে লেবানন থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করতে হবে। যদিও বর্তমানে তারা পাঁচটি কৌশলগত স্থানে সেনা মোতায়েন করে রেখেছে।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest