প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৫
ডেস্ক রিপোর্ট:হারিকেন এরিন বুধবার নর্থ ক্যারোলিনার উপকূলের আউটার ব্যাংকস এলাকায় প্রভাব ফেলতে শুরু করেছে। ক্যাটাগরি-২ শক্তির এই ঘূর্ণিঝড়ে লোকজনকে বাধ্যতামূলক সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করা হয়েছে এবং কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে সমুদ্রসৈকতে ঘুরতে আসা পর্যটকদের প্রাণঘাতী ঢেউ ও বিপদজনক চোরাস্রোত সম্পর্কে সতর্ক করেছেন। যদিও এরিনের সরাসরি আঘাতের আশংকা নেই, যা এখনও গত বছরের প্রাণঘাতী হারিকেন হেলেনের ক্ষতি থেকে সামলে ওঠা নর্থ ক্যারোলিনার জন্য স্বস্তির খবর। কর্মকর্তারা মঙ্গলবারই জরুরি অবস্থা জারি করেন। ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, নর্থ ক্যারোলিনা ও ভার্জিনিয়ার উপকূলের কিছু এলাকায় ট্রপিক্যাল স্টর্ম সতর্কতা জারি করা হয়েছে। এনএইচসি জানায়, এরিন থেকে সৃষ্ট ঢেউ আগামী কয়েকদিন বাহামা, বারমুডা, যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল ও আটলান্টিক কানাডাকে প্রভাবিত করবে।বুধবার দুপুর পর্যন্ত এরিন নর্থ ক্যারোলিনার উপকূল থেকে প্রায় ৩৯৫ কিলোমিটার দূরে অবস্থান করছিল, বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৭৫ কিলোমিটার। এনএইচসি জানিয়েছে, এটি আবারও শক্তি সঞ্চয় করে বড় ধরনের হারিকেনে পরিণত হতে পারে।ঝড়টির অস্বাভাবিক বড় আকারের কারণে কেন্দ্র থেকে শত শত কিলোমিটার পর্যন্ত ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে। হারিকেন বিশেষজ্ঞ মাইকেল লাওরি এটিকে আখ্যা দিয়েছেন ‘এনরমাস এরিন’।নর্থ ক্যারোলাইনার ওক্রাকোক ও হ্যাটেরাস দ্বীপে বাধ্যতামূলক সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।গভর্নর জশ স্টেইন বাসিন্দাদের পাঁচ দিনের খাদ্য, পানি ও প্রয়োজনীয় সামগ্রী মজুত করার আহ্বান জানিয়েছেন এবং বীমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র সুরক্ষিত রাখার পরামর্শ দিয়েছেন।
তিনি জানান, ‘আমরা ইতোমধ্যেই বিমানসহ তিনটি ওয়াটার রেসকিউ টিম, ২০০ জন ন্যাশনাল গার্ড সৈন্যকে উপকূলের বিভিন্ন স্থানে নৌকা, উচ্চ ক্লিয়ারেন্স যানবাহন মোতায়েন করেছি।বিশাল ঢেউ: উপকূলীয় আউটার ব্যাংকসের মধ্য দিয়ে যাওয়া হাইওয়ে ১২ প্রায় ২০ ফুট (৬ মিটার) উঁচু ঢেউয়ে অচল হয়ে যেতে পারে।গভর্নর স্টেইন জানান, গত বছরের হারিকেন হেলেন নর্থ ক্যারোলিনায় প্রায় ৬০ বিলিয়ন ডলারের ক্ষতি করেছিল, যা প্রায় দুই বছরের অঙ্গরাজ্যের বাজেটের সমান। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পর্যাপ্ত ফেডারেল সহায়তা না দেওয়ার সমালোচনা করেন।ট্রাম্প ফেমা (ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি) ভেঙে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন, যেটির কাজ তার মতে রাজ্য সরকারগুলোকে করা উচিত এবং যা দীর্ঘদিন ধরে ডানপন্থী ষড়যন্ত্র তত্ত্বের লক্ষ্যবস্তু।বীমা ঝুঁকি: ১ জুন থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আটলান্টিক হারিকেন মৌসুমের ঐতিহাসিক চূড়ান্ত সময়ে প্রবেশ করেছে। যদিও শুরুটা ছিল তুলনামূলক শান্ত, এখন পর্যন্ত মাত্র চারটি নামমাত্র ঝড় সৃষ্টি হয়েছে। তবুও ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন মৌসুমকে ‘গড়ের চেয়ে বেশি সক্রিয়’ বলে পূর্বাভাস দিয়েছে।বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তন ক্রান্তীয় ঘূর্ণিঝড়কে আরও শক্তিশালী করছে। উষ্ণ সমুদ্র বাড়িয়ে দিচ্ছে বাতাসের গতি, উষ্ণ বায়ুমণ্ডল বাড়াচ্ছে বৃষ্টিপাত এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে ঝড়ের জলোচ্ছ্বাস আরও ভয়াবহ হচ্ছে।তাদের মতে, প্রমাণ অল্প হলেও ইঙ্গিত রয়েছে যে জলবায়ু পরিবর্তনের ফলে হারিকেনের ঘনত্বও বাড়তে পারে।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest