প্রকৃতির সান্নিধ্য সৌখিনতার আনন্দে মাছ ধরা

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৫

প্রকৃতির সান্নিধ্য সৌখিনতার আনন্দে মাছ ধরা

ডেস্ক রিপোর্ট: আধুনিক জীবনের ব্যস্ততা, নগরের কোলাহল আর যান্ত্রিকতার মাঝে মানুষ সবসময় খোঁজে একটু প্রশান্তি, খোঁজে স্বস্তির মুহূর্ত। আর সেই প্রশান্তি খুঁজে নেওয়ার এক অনন্য উপায় হলো প্রকৃতির সান্নিধ্যে গিয়ে সময় কাটানো। কারও কাছে সেটা পাহাড় দেখা, কারও কাছে নৌকাভ্রমণ, আবার কারও কাছে নদীতে দাঁড়িয়ে ছিপ ফেলে মাছ ধরার মজা।২২ আগষ্ট শুক্রবার বিকেলে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন এলাকার ধলাই নদীর উৎসমুখে ছবির দৃশ্যটিতে ফুটে উঠেছে ঠিক সেই সৌখিনতার গল্প। এক জোড়া মানুষ দাঁড়িয়ে আছেন হাঁটু পানিতে নেমে। একজনের হাতে মাছ ধরার ছিপ, অন্যজন তাকে সহযোগিতা করছেন। তাদের চারপাশে বিস্তীর্ণ নদী, দূরে পাহাড়ের সবুজ ঢাল আর আকাশজুড়ে ভেসে বেড়ানো সাদা মেঘ। প্রকৃতির এমন মনোমুগ্ধকর পরিবেশে মাছ ধরা হয়ে ওঠে নিছক কোনো প্রয়োজন নয়, বরং হয়ে ওঠে এক ধরণের আনন্দযাত্রা।

নদীতে মাছ ধরা অনেকের জন্যই এক ধরণের নেশা। কিন্তু সেটা খাবারের প্রয়োজনে নয়, বরং শখের তাগিদে। দীর্ঘ সময় ধরে ছিপ ফেলে বসে থাকা, প্রতিটি টানে মাছ ওঠার প্রতীক্ষা-এসবের মধ্যেই থাকে রোমাঞ্চের স্বাদ। মাছ উঠুক বা না উঠুক, প্রকৃতির কোলে বসে এভাবে সময় কাটানোই যেন বড় পাওয়া।এই মানুষ দুজনের ভঙ্গিমা বলছে, তারা শুধু মাছ ধরতে আসেননি, এসেছেন মন ভরিয়ে প্রকৃতিকে উপভোগ করতে। হয়তো তারা শহরের ব্যস্ততা পেছনে ফেলে এসেছে, কিছু সময় নিজেদের মতো করে কাটানোর জন্য। একসাথে মাছ ধরার মধ্য দিয়ে সম্পর্কের বন্ধনটাও হয়তো আরও দৃঢ় হচ্ছে। একজন ছিপ সামলাচ্ছেন, আরেকজন কৌশল দিচ্ছেন-এ যেন একসাথে শখ পূরণের পাশাপাশি সময় কাটানোর এক সুন্দর মুহূর্ত।এমন দৃশ্য আমাদের মনে করিয়ে দেয়, জীবনের ছোট ছোট শখ কত বড় আনন্দ এনে দিতে পারে। পাহাড়, নদী, আকাশ আর প্রকৃতির স্নিগ্ধ ছোঁয়ায় সৌখিনতার বসে মাছ ধরা শুধু বিনোদন নয়, বরং মানসিক প্রশান্তিরও বড় উৎস।ছুটির এই দিনে যেখানে মানুষ প্রযুক্তির ভিড়ে হারিয়ে যাচ্ছে, সেখানে প্রকৃতির কোলে দাঁড়িয়ে মাছ ধরা আমাদের মনে করিয়ে দেয়, সুখ আসলে ছোট ছোট মুহূর্তে লুকিয়ে থাকে। যে সুখ টাকা-পয়সায় মেলে না, বরং মেলে নদীর হাওয়ায়, পাহাড়ের সবুজে, আর পানির টলমলে ঢেউয়ে।

এ সংক্রান্ত আরও সংবাদ