প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৫
ডেস্ক রিপোর্ট:ব্রিটেনে আশ্রয় চেয়ে রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে। হাজার হাজার অভিবাসন প্রত্যাশীর হোটেলে থাকার ব্যবস্থা নিয়ে সরকার ক্রমবর্ধমান চাপের মুখে থাকা অবস্থায় আজ বৃহস্পতিবার সরকারিভাবে এ তথ্য জানানো হয়। লন্ডন থেকে এএফপি জানায়, ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (হোম অফিস) জানিয়েছে, গত জুন পর্যন্ত আগের ১২ মাসে মোট ১ লাখ ১১ হাজার ৮৪ জন ব্রিটেনে আশ্রয়ের আবেদন করেছেন। ২০০১ সালে রেকর্ড রাখা শুরুর পর যেকোনো ১২ মাস মেয়াদে এটি সর্বোচ্চ সংখ্যক আশ্রয় চাওয়ার ঘটনা। ব্রিটেনে অভিবাসন বড় ধরনের সমস্যা। দেশটিতে লেবার প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অভিবাসন বিরোধী হিসেবে পরিচিত নাইজেল ফ্যারাজের নেতৃত্বাধীন কট্টর-ডানপন্থী রিফর্ম ইউকে পার্টিকে মোকাবিলার চেষ্টা করছেন। আশ্রয় প্রার্থীদের হোটেলে থাকার ব্যবস্থা করার জন্য লেবার পার্টির ওপর বড় ধরনের চাপও রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুসারে, গত জুন মাসের শেষের দিকে ৩২ হাজার ৫৯ জন অভিবাসন প্রত্যাশী হোটেলে অবস্থান করছিলেন, যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ৮ শতাংশ বেশি। এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরের শেষে ৫৬ হাজার ৪২ জন অভিবাসন প্রত্যাশী হোটেলে ছিলেন। ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইংল্যান্ডে ঢুকে পড়া অভিবাসন প্রত্যাশীদের থামাতে ব্যর্থ হওয়ায় স্টারমার চরম সমালোচনার শিকার হচ্ছেন। তিনি গত বছরের জুলাইয়ে ক্ষমতা গ্রহণের পর রেকর্ড ৫০ হাজারের বেশি মানুষ ভয়াবহ যাত্রা শেষে যুক্তরাজ্যে প্রবেশ করেছে। আজকের তথ্য অনুসারে, গত বছরের তুলনায় এ বছর অভিবাসন প্রত্যাশী আগমন ২৭ শতাংশ বেড়েছে।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest