প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৫
ডেস্ক রিপোর্ট:ইউক্রেনে কয়েক সপ্তাহের মধ্যে রাশিয়ার সবচেয়ে বড় বোমা হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতভর রুশ বাহিনী ৫৭৪টি ড্রোন ও ৪০টি ক্ষেপণাস্ত্র ছুড়ে বিশাল ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে জানিয়েছে কিয়েভ। ইউক্রেনের বিমানবাহিনী জানায়, মোট ৬১৪টি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মধ্যে তারা ৫৭৭টি ভূপাতিত করতে সক্ষম হয়েছে। চলতি বছরের জুলাই মাসের পর থেকে এটি রাশিয়ার সবচেয়ে বড় বিমান হামলা।পশ্চিমাঞ্চলীয় লভিভ শহরে এই হামলায় একজন নিহত হয়েছেন এবং আরও তিনজন আহত হয়েছেন। এতে আবাসিক ভবন ও একটি শিশু নার্সারি সহ ২০টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ট্রান্সকারপাথিয়ার মুকাচেভো শহরে একটি মার্কিন ইলেকট্রনিক্স প্রস্তুতকারকের গুদামে ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যার ফলে অন্তত ১৫ জন আহত হয়েছেন। ওই প্রতিষ্ঠান কফি মেশিনসহ বিভিন্ন গৃহস্থালি পণ্য উৎপাদন করে।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সাইবিহা বলেন, “যুদ্ধের অবসান ঘটাতে কূটনৈতিক প্রচেষ্টা এত গুরুত্বপূর্ণ, এ হামলাই তা আরও স্পষ্ট করেছে।” হামলায় হাইপারসনিক, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে। বিমানবাহিনী জানিয়েছে, আক্রমণের বেশির ভাগ রাশিয়ার পশ্চিমাঞ্চল ও কৃষ্ণসাগর থেকে, এবং একটি ক্ষেপণাস্ত্র এসেছে রাশিয়া-অধিকৃত ক্রিমিয়া থেকে।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, মস্কো থেকে এখন পর্যন্ত কোনো বাস্তব আলোচনা চালানোর সংকেত পাওয়া যায়নি। তিনি জানিয়েছেন, তিনি নিরপেক্ষ ইউরোপীয় দেশে—যেমন সুইজারল্যান্ড, অস্ট্রিয়া অথবা ইস্তাম্বুলে—পুতিনের সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত।
এ হামলার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কূটনৈতিক পদক্ষেপ চালিয়ে যাচ্ছেন। তিনি আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন এবং পরে ওয়াশিংটনে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। প্রথমে তিনি ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন, তবে পরে বলেন, “এখন মনে হচ্ছে তাদের একা দেখা করা উচিত। প্রয়োজনে আমি যাব।”যুদ্ধক্ষেত্রে পরিস্থিতিও উত্তপ্ত রয়েছে। রাশিয়া জাপোরিঝিয়া ফ্রন্টে অতিরিক্ত সেনা মোতায়েন করছে এবং দক্ষিণ দিকে সেনা সরাচ্ছে। ইউক্রেন জানিয়েছে, তারা রোস্তভ অঞ্চলের তেল শোধনাগার ও দোনেৎস্কে রাশিয়ার ড্রোন ঘাঁটিসহ বিভিন্ন সামরিক ও অবকাঠামো লক্ষ্যবস্তু করেছে। পাশাপাশি রাশিয়া তিনটি গ্রাম দখল করেছে—সুখেৎস্কি, প্যানকিভকা ও নোভোগিওরগিভকা।এ অবস্থায় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেছেন, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে আর্থিক দায়ের বড় অংশ ইউরোপকেই বহন করতে হবে। তিনি বলেন, “এটি তাদের মহাদেশ এবং তাদের নিরাপত্তার সঙ্গে জড়িত।”এই হামলা ইউক্রেনে কূটনৈতিক আলোচনার গুরুত্ব, পশ্চিমাঞ্চলেও ঝুঁকি এবং আন্তর্জাতিক জোটের ভূমিকার প্রয়োজনীয়তাকে আরও স্পষ্টভাবে তুলে ধরেছে।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest