লন্ডনের রাস্তায় ভারতীয় তরুণীর ‘চাঁদাবাজি’!

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৫

লন্ডনের রাস্তায় ভারতীয় তরুণীর ‘চাঁদাবাজি’!

ডেস্ক রিপোর্ট: লন্ডনের বার্মিংহামে এক ভারতীয় তরুণীকে ঘিরে রীতিমতো হৈচৈ পড়ে গেছে নেটদুনিয়ায়। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ির কাচ না বলেই পরিষ্কার করে দেন তরুণী। এরপর গাড়ির চালকের কাছে তিনি সরাসরি দাবি করেন ২০ পাউন্ড, অর্থাৎ প্রায় ২৩০০ টাকা!ভিডিওর শুরুতেই দেখা যায়, তরুণী গাড়ির জানালায় টোকা দিচ্ছেন। চালক কাচ নামানোর পরই তিনি বলেন, “স্যার, ২০ পাউন্ড দিন।” অবাক হয়ে গাড়ির মালিক জিজ্ঞেস করেন, “কিসের জন্য?” জবাবে ভারতীয় সেই তরুণী বলেন, “আমি আপনার কাচ পরিষ্কার করলাম।”গাড়ির মালিক তখন স্পষ্ট করে জানান, তিনি তো কাচ পরিষ্কারের কোনো অনুরোধই করেননি, বরং তরুণী নিজেই নিজ উদ্যোগে কাজটি করেছেন। উত্তরে ওই তরুণী বলেন, “এটাই তো জীবনযাত্রার খরচ।”পরিস্থিতি তখন উত্তপ্ত হয়ে ওঠে, কারণ তরুণী গাড়ির সামনে দাঁড়িয়ে সাফ জানিয়ে দেন, “যদি যেতে চান, তবে আমাকে ধাক্কা মেরে যেতে হবে।” এমন কথা শুনে ক্ষুব্ধ চালক তাকে সরাসরি “ডাকাত” বলে অভিহিত করেন। তবুও সেই ভারতীয় তার দাবি থেকে একচুলও নড়েননি বারবার ২০ পাউন্ডের জন্য জোর করেই যাচ্ছিলেন। এ পর্যায়ে চালক তাকে গোলাপী রঙের জ্যাকেট পড়ে থাকায় “গোলাপী ডকাত” বলে ডাকতে থাকেন।এই নাটকীয় ঘটনাটি ক্যামেরাবন্দি হওয়ার পর ব্যাপক ভাইরাল হয় নেট দুনিয়ায়। ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে চলছে তীব্র বিতর্ক। অনেকেই বলছেন, এটি নিছকই এক অসভ্য আচরণ, যা ভারতীয়দের আচরণের বহিঃপ্রকাশ। ভারতীয়রা বিদেশে টাকার জন্য কি করে চাঁদাবাজি করে এই ঘটনা যেনো তার জ্বলন্ত দৃষ্টান্ত।

এ সংক্রান্ত আরও সংবাদ