যুক্তরাষ্ট্রে বিদেশি পর্যটক কমছে ট্রাম্প প্রশাসনের নীতির কারণে

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৫

যুক্তরাষ্ট্রে বিদেশি পর্যটক কমছে ট্রাম্প প্রশাসনের নীতির কারণে

ডেস্ক রিপোর্ট:যুক্তরাষ্ট্রে বিদেশি পর্যটক আগ্রহ কমছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি, শুল্কযুদ্ধ এবং ভিসা প্রক্রিয়ার জটিলতার কারণে দেশটিতে ভ্রমণে আগ্রহ হারাচ্ছেন পর্যটকরা। বিশেষজ্ঞরা বলছেন, এই নীতিগুলো সরাসরি বিদেশি পর্যটকদের দেশে আগমনে প্রভাব ফেলছে এবং আন্তর্জাতিক পর্যটন ব্যয়ও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। সোমবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।চলতি বছরের জুলাইয়ে যুক্তরাষ্ট্রে বিদেশি পর্যটকের সংখ্যা গত বছরের তুলনায় ৩ শতাংশ কমেছে। জানুয়ারিতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর থেকে প্রায় প্রতি মাসেই বিদেশি দর্শনার্থীর সংখ্যা কমছে। বিশেষত কানাডা ও ইউরোপ থেকে আগমন হ্রাস পেয়েছে, যদিও মেক্সিকো ও কিছু দক্ষিণ আমেরিকার দেশ থেকে পর্যটন বৃদ্ধি পেয়েছে। এর পেছনে ট্রাম্পের শুল্কনীতি, ভিসা কঠোরতা এবং বৈদেশিক নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

গবেষণা প্রতিষ্ঠানগুলো জানাচ্ছে, জুলাইয়ে কানাডিয়ান পর্যটকের সংখ্যা গত বছরের তুলনায় এক-চতুর্থাংশ কমেছে। মে, জুন ও জুলাইয়ে পর্যটনের এই ধস আগামী মাসগুলোতেও অব্যাহত থাকতে পারে। শীর্ষ ১০টি বিদেশি পর্যটক প্রেরণকারী দেশের মধ্যে কেবল জাপান ও ইতালি থেকে ভ্রমণ বৃদ্ধি পেয়েছে। ভারতের পর্যটক কমেছে ৫.৫ শতাংশ এবং চীনের প্রায় ১৪ শতাংশ। ট্রাম্পের ভূরাজনৈতিক মন্তব্য ও শিক্ষার্থী-বিরোধী মনোভাবও এই হ্রাসের জন্য দায়ী।ট্রাম্পের প্রশাসনের নতুন ভিসা ফি, অভিবাসন অভিযান এবং শুল্ক নীতি বিদেশি নাগরিকদের কাছে যুক্তরাষ্ট্রকে কম আকর্ষণীয় করে তুলেছে। অক্টোবর থেকে চালু হওয়া “ভিসা ইন্টিগ্রিটি ফি” ২৫০ ডলারের অতিরিক্ত খরচ সৃষ্টি করবে, যার ফলে মোট ভিসার খরচ ৪৪২ ডলার হয়ে যাবে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে বিদেশি পর্যটক ব্যয় ১৬৯ বিলিয়ন ডলারের নিচে নেমে আসবে, যা ২০২৪ সালের ১৮১ বিলিয়ন ডলারের তুলনায় কম। বিদেশি পর্যটনের এই হ্রাস দেশের পর্যটন শিল্পের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তথ্যসূত্র : আল-জাজিরা

এ সংক্রান্ত আরও সংবাদ