প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৫
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়াকে ব্যাহত করার নানা ইঙ্গিতের মধ্যে সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, অন্তর্বর্তী সরকারের পথচলা এবং নির্ধারিত সময়ে নির্বাচনের আয়োজন ব্যাহত করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হতে পারে।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাতটি রাজনৈতিক দল এবং হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ সতর্কবার্তা দেন। বিকেল সোয়া ৫টায় শুরু হওয়া বৈঠক প্রায় দেড় ঘণ্টা স্থায়ী হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের ব্রিফ করেন।
প্রধান উপদেষ্টা বৈঠকে বলেন, “যারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না, তারা যত রকমভাবে পারবে বাধা দেবে। বাংলাদেশের সত্তাকে গড়ে তুলতে যারা বাধা দিতে চায়, তারা নির্বাচন বানচালের সর্বোচ্চ চেষ্টা করবে। এমন পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করবে যাতে নির্বাচন না হয়। এগুলোর কিছু কিছু লক্ষণ ইতোমধ্যে দেখা যাচ্ছে, সামনে আরও দেখা যাবে।”
তিনি রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে আরও বলেন, “আমরা সবাই সতর্ক থাকব। আমাদের চেষ্টা থাকবে নির্বাচন করা এবং আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন হবে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে। যাঁরা জীবনে কখনো ভোট দেননি তাঁদের জন্য ভালো অভিজ্ঞতা তৈরি করতে হবে। আর যাঁরা পূর্বে ভোটাধিকার প্রয়োগে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, তাঁদেরও যেন এবার ইতিবাচক অভিজ্ঞতা হয়। কেউ যেন বলতে না পারে যে ভোট দিতে দেওয়া হয়নি।”প্রধান উপদেষ্টা জানান, আসন্ন নির্বাচন হবে বাংলাদেশের জনগণের নিজস্ব সক্ষমতা প্রমাণের নির্বাচন। তিনি বলেন, “এটা অন্তর্বর্তী সরকারের নির্বাচন নয়, এটা এ দেশের মানুষের এবং সব রাজনৈতিক দলের নির্বাচন। এই নির্বাচনে বাইরের কোনো শক্তির হস্তক্ষেপের সুযোগ রাখা হবে না।”সভায় উপস্থিত ছিলেন এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা। বৈঠকে উপদেষ্টাদের মধ্যে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমানও উপস্থিত ছিলেন। সভা শেষে প্রেস সচিব আরও জানান, প্রধান উপদেষ্টা আসন্ন দুর্গাপূজায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্যও বিশেষ আহ্বান জানিয়েছেন।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest