প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৫
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর সেখানেই দেখা গেল আবেগঘন এক দৃশ্য। মঞ্চে দাঁড়িয়ে আনন্দে কাঁদলেন ‘দ্য রক’খ্যাত তারকা ডোয়াইন জনসন। গত সোমবার রাতে উৎসবে তার অভিনীত নতুন চলচ্চিত্র ‘দ্য স্ম্যাশিং মেশিন’ প্রদর্শিত হয়। সিনেমা শেষ হওয়ার পর দর্শকরা দাঁড়িয়ে টানা ১৫ মিনিট করতালি দিয়ে অভিনন্দন জানায় অভিনেতা ও তার টিমকে। এসময় আবেগ সামলাতে না পেরে কেঁদে ফেলেন ৫৩ বছর বয়সী এই অভিনেতা। উৎসবে এ পর্যন্ত এটিই সবচেয়ে দীর্ঘ সময়ের করতালির রেকর্ড। চলচ্চিত্রে ডোয়াইন জনসনকে দেখা যাবে বাস্তব জীবনের কিংবদন্তি কুস্তিগির মার্ক কেরের চরিত্রে। নব্বইয়ের দশকে দুইবারের ইউএফসি হেভিওয়েট চ্যাম্পিয়নের জীবনের উত্থান-পতন, লড়াই ও মানসিক দ্বন্দ্বকে ঘিরেই নির্মিত হয়েছে সিনেমাটি। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন বেনি সাফদি। সিনেমাটিতে মার্ক কেরের প্রেমিকা ডন স্ট্যাপলস চরিত্রে অভিনয় করেছেন এমিলি ব্লান্ট। চলচ্চিত্রের প্রদর্শনী শেষে পরিচালক বেনি সাফদি মঞ্চে উঠে ডোয়াইন ও এমিলিকে জড়িয়ে ধরেন। তিনজনই তখন চোখের জল ধরে রাখতে পারেননি। এমনকি দর্শকদের মধ্যে উপস্থিত আসল মার্ক কেরও আবেগে কেঁদে ফেলেন। এই মুহূর্তটি ভেনিস চলচ্চিত্র উৎসবের স্মরণীয় এক আবেগঘন মুহূর্তে পরিণত হয়েছে। ঠিক যেমনটি হয়েছিল চার বছর আগে ব্রেন্ডান ফ্রেজারের ‘দ্য হোয়েল’ প্রদর্শনীতে। সেই সিনেমাটি অভিনেতাকে অস্কার এনে দিয়েছিল। ধারণা করা হচ্ছে, ‘দ্য স্ম্যাশিং মেশিন’ দিয়ে ডোয়াইন জনসনও অস্কার জিততে চলেছেন। চলচ্চিত্রটি বিশ্বজুড়ে মুক্তি পাবে এ বছরের নভেম্বর মাসে।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest