প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৫
ডেস্ক রিপোর্ট: এইচবিও-এর নতুন সিরিজে ধীরে ধীরে পূর্ণ হচ্ছে। সিরিজে হগওয়ার্টস-এর শিক্ষক ও ছাত্রদের কাস্টিং নিয়ে সম্প্রতি ঘোষণা এসেছে, যেখানে পুরোনো পরিচিত মুখের সঙ্গে নতুন চরিত্রও যোগ হয়েছে। ওয়ারউইক ডেভিস, যিনি মূল ৮টি হ্যারি পটার চলচ্চিত্রে চার্মস প্রফেসর ফিলিয়াস ফ্লিটউইক এবং গবলিন গ্রিফহুকের চরিত্রে অভিনয় করেছিলেন, এবার শুধু প্রফেসর ফ্লিটউইক হিসেবে ফিরছেন। গবলিন ব্যাংকারের চরিত্র এবার অভিনয় করবেন লেই ঘিল। হগওয়ার্টসের অন্যান্য শিক্ষক হিসেবে দেখা যাবে সিরিন সাবা কে হার্বোলজি প্রফেসর পোমোনা স্প্রাউট হিসেবে, রিচার্ড ডারডেন কে প্রফেসর কাথবার্ট বিনস-এর ভূত হিসেবে এবং ব্রিড ব্রেনন কে ম্যাডাম পপি পমফ্রে হিসেবে। ছাত্রদের দিকেও নতুন যোগ এসেছে। ইলাইজা ওশিন অভিনয় করবেন হাফ-ব্লাড ডিন থমাস-এর চরিত্রে। ড্রাকো ম্যালফয়ের সঙ্গী ভিনসেন্ট ক্র্যাব এবং গ্রেগরি গয়েলের চরিত্রে যথাক্রমে ফিন স্টিফেন্স ও উইলিয়াম ন্যাশ। ট্রিস্টান ও গ্যাব্রিয়েল হারল্যান্ড অভিনয় করবেন ফ্রেড ও জর্জ হিসেবে, রুয়ারি স্পুনার পার্সি, আর গ্রেসি ক্রোকরেন জিনি। শীর্ষ চরিত্রে দেখা যাবে ডমিনিক ম্যাকলাফলিন কে হ্যারি পটারের ভূমিকায়, অ্যারাবেলা স্ট্যানটন কে হারমায়োনি গ্রেঞ্জার এবং অ্যালাস্টার স্টাউট কে রন উইসলি হিসেবে। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করছেন জন লিথগো (আলবুস ডাম্বলডোর), নিক ফ্রস্ট (হ্যাগরিড), জ্যানেট ম্যাকটিয়ার (মিনার্ভা ম্যাকগোনাগল), পাপা এসিয়েদু (সেভেরাস স্নেপ), কাথরিন পার্কিনসন (মলি উইসলি) এবং লক্স প্র্যাট (ড্রাকো ম্যালফয়)। পেটুনিয়া ডার্সলি ও ভার্নন ডার্সলি-এর চরিত্রে যথাক্রমে বেল পাওলি এবং ড্যানিয়েল রিগবি। নতুন প্রকাশিত কাস্টের মধ্যে রয়েছেন ররি উইলমট (নেভিল লংবটম), অ্যামোস কিটসন (ডাডলি ডার্সলি), লুইস ব্রিয়ালি (ম্যাডাম রোলান্দা হুচ) এবং অ্যান্টন লেসার (গ্যারিক ওল্যান্ডার)। সিরিজের শুটিং চলছে ওয়ার্নার ব্রোসের লিভসডেন স্টুডিওতে, যুক্তরাজ্যে। শো রানার ও লেখক হিসেবে রয়েছেন ফ্রান্সেসকা গার্ডিনার, পরিচালক হিসেবে মার্ক মাইলড, এবং এক্সিকিউটিভ প্রযোজক হিসেবে আছেন জে.কে. রাউলিং, নীল ব্লেয়ার, রুথ কেনলি-লেটস এবং ডেভিড হেইম্যান। এইচবিও-এর ‘হ্যারি পটার’ সিরিজটি ২০২৭ সালে এইচবিও ও এইচবিও ম্যাক্স-এ প্রিমিয়ার হবে।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest