ট্রাম্প প্রশাসনের সঙ্গে লড়াইয়ে উল্লেখযোগ্য জয় হার্ভার্ডের

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৫

ট্রাম্প প্রশাসনের সঙ্গে লড়াইয়ে উল্লেখযোগ্য জয় হার্ভার্ডের

ডেস্ক রিপোর্ট: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চলমান লড়াইয়ে উল্লেখযোগ্য বিজয় হিসেবে এলো ফেডারেল বিচারকের রায়টি। হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি আটকানোর চেষ্টার পাশাপাশি বিশ্বখ্যাত ইউনিভার্সিটির কর অব্যাহতি সুবিধা কেড়ে নেওয়ার হুমকি দিয়েছে ফেডারেল সরকার। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন গবেষণা অনুদান হিসেবে হার্ভার্ড ইউনিভার্সিটির জন্য বরাদ্দের দুই দশমিক ছয় বিলিয়ন বা ২৬০ কোটি ডলারের বেশি তহবিল কর্তনের যে সিদ্ধান্ত নিয়েছে, বুধবার তা পাল্টানোর আদেশ দিয়েছেন বোস্টনের ফেডারেল এক বিচারক।

অ্যাসোসিয়েটেড প্রেস-এপি জানায়, আইভি লিগের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটির পক্ষে অবস্থান নেন ইউএস ডিস্ট্রিক্ট জাজ অ্যালিসন বারোস।
তিনি আদেশে বলেন, তহবিল কর্তন হার্ভার্ডের পরিচালনা পদ্ধতি ও নীতিমালা পরিবর্তনে হোয়াইট হাউসের দাবি নাকচের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির ওপর বেআইনি প্রতিশোধের শামিল।ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চলমান লড়াইয়ে উল্লেখযোগ্য বিজয় হিসেবে এলো ফেডারেল বিচারকের রায়টি। হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি আটকানোর চেষ্টার পাশাপাশি বিশ্বখ্যাত ইউনিভার্সিটির কর অব্যাহতি সুবিধা কেড়ে নেওয়ার হুমকি দিয়েছে ফেডারেল সরকার।এপির প্রতিবেদনে উল্লেখ করা হয়, এ রায়ের মধ্য দিয়ে শুরুতে তহবিল অবরুদ্ধ এবং পরবর্তী সময়ে সরাসরি কর্তন আটকে গেছে।

চুক্তির আলোচনা

আইনি লড়াইয়ের বাইরে সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা করছেন ট্রাম্প প্রশাসন ও হার্ভার্ডের কর্মকর্তারা, যার লক্ষ্য প্রতিষ্ঠানটির বিরুদ্ধে চলমান তদন্ত বন্ধ ও ফেডারেল তহবিলে ইউনিভার্সিটির প্রবেশাধিকার ফেরত আনা। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানান, হার্ভার্ড কমপক্ষে ৫০০ মিলিয়ন (৫০ কোটি) ডলার দেবে, এমনটাই প্রত্যাশা করছেন তিনি। যদিও এ বিষয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে কোনো চুক্তি আলোর মুখ দেখেনি।প্রশাসন এরই মধ্যে কলাম্বিয়া ইউনিভার্সিটি ও ব্রাউন ইউনিভার্সিটির সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে। ট্রাম্প প্রশাসনের নামে করা মামলায় হার্ভার্ডের অভিযোগ, ফেডারেল অ্যান্টিসেমিটিজম টাস্ক ফোর্স গত ১১ এপ্রিল দেওয়া চিঠিতে যেসব দাবি জানায়, সেগুলো মানতে রাজি হয়নি প্রতিষ্ঠানটি। এর পরিপ্রেক্ষিতে ইউনিভার্সিটির বিরুদ্ধে প্রতিশোধের অভিযানে নামে প্রশাসন।

এ সংক্রান্ত আরও সংবাদ