ষড়যন্ত্র প্রসঙ্গে ট্রাম্পের মন্তব্য ‘বিদ্রুপ ছাড়া কিছুই নয়’: ক্রেমলিন

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৫

ষড়যন্ত্র প্রসঙ্গে ট্রাম্পের মন্তব্য ‘বিদ্রুপ ছাড়া কিছুই নয়’: ক্রেমলিন

ডেস্ক রিপোর্ট: রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার নেতারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগটিকে বিদ্রুপ হিসেবেই দেখা উচিত বলে মন্তব্য করেছে ক্রেমলিন।বুধবার ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, আমি মনে করি, কিছুটা বিদ্রুপের সঙ্গেই তিনি বলেছেন যে, এই তিন নেতা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের একটি পোস্ট সম্পর্কে প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।
ট্রাম্পের ওই পোস্টে অভিযোগ করা হয়, পুতিন, শি জিনপিং ও কিম জং উন বেইজিংয়ে একত্রিত হয়ে ওয়াশিংটনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ