স্মার্টফোনে চালু করুণ ভূমিকম্প অ্যালার্ট

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৫

স্মার্টফোনে চালু করুণ ভূমিকম্প অ্যালার্ট

ডেস্ক রিপোর্ট:প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সবচেয়ে অপ্রত্যাশিত হচ্ছে ভূমিকম্প। সম্প্রতি আফগানিস্তানের পূর্বাঞ্চলে আঘাত হানে ছয় মাত্রার এ ভূকম্পন। যাতে ১৪০০ এর বেশি নিহত হয়েছেন এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছেন। যে কোনো সময় যে কোনো জায়গায় ভূমিকম্প ঘটতে পারে। চাইলে আপনি আপনার স্মার্টফোনে আগাম ভূমিকম্পের বার্তা পেতে পারেন। গুগল নিয়ে এসেছে নতুন এক ফিচার। যার নাম আর্থকোয়াক অ্যালার্ট। এর মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েড ফোনেই ভূমিকম্পের আগাম বার্তা পাবেন। জনপ্রিয় সার্চ ইঞ্জিন সংস্থা জানিয়েছে, কম্পন শনাক্ত করবে ছোট আকারের ‘সিসমোমিটার’। ভূমিকম্পের তীব্রতা শনাক্ত করতে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে একটি সেন্সর কাজ করবে। প্রত্যেকটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে থাকে ছোট্ট-ছোট্ট কিছু অ্যাক্সিলারোমিটার, যেগুলো মিনি সিজমোমিটার হিসেবে কাজ করতে পারে। নতুন ফোনগুলোত গুগলের এই ফিচার কাজ করবে।

জেনে নিন নিজেদের ফোনে কীভাবে এই অ্যালার্ট চালু করবেন-

>> প্রথমে ফোনের সেটিংসে যান।

>> এরপর সেফটি অ্যান্ড ইমার্জেন্সি সেকশনে যেতে হবে।

>> এবার আপনি আর্থকোয়াক অপশনটি দেখতে পাবেন। তাতে ক্লিক করুন।

>> যদি সেফটি অ্যান্ড ইমার্জেন্সি সেকশনে দেখতে না পান, তাহলে আপনাকে অ্যাডভান্সে ক্লিক করে আর্থকোয়াক অপশনটি ক্লিক করতে হবে।

>> এরপরেই আপনার ফোনে আর্থকোয়াক অ্যালার্ট ফিচারটি চালু হয়ে যাবে।