প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৫
ডেস্ক রিপোর্ট: নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার নিষিদ্ধের নির্দেশনা বাতিলের দাবি জানিয়েছেন হোমিওপ্যাথিক চিকিৎসকগণ।গত মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া অডিটরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। ‘হোমিওপ্যাথিক স্বার্থ সংরক্ষণ জাতীয় কমিটি’র ব্যানারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে হোমিও অধ্যাপক নাসিরউদ্দিন শেখ, বজলুল হাসান, মাহবুব হাফিজ, মসিউজ্জামান পান্নু, একেএম জাকির হোসেন, মুখ্য সমন্বয়কারী মো: মজিবুল্যাহ মুজিব, সমন্বয়কারী খলিলুর রহমান, শাহজালাল আহমেদ, নাইমুল হক, কাসেমুর রমান, আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ডা: মো: আরিফুর রহমান মোল্লা। তিনি বলেন, জাতীয় সংসদে সর্বসম্মতভাবে পাসকৃত ‘বাংলাদেশ হোমিওপ্যাাথি চিকিৎসা শিক্ষা আইন-২০২৩’ অনুযায়ী হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের আগে ‘ডা:’ পদবী ব্যবহারের আইনগত অনুমোদন রয়েছে। এ ছাড়া মন্ত্রণালয়ের চিঠিতে হাইকোর্টের রায়ের উল্লেখ রয়েছে। এটিও বিভ্রান্তিকর। কেননা, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিমকোর্টের আপিল বিভাগে লিভ টু আপিল মঞ্জুর করে সেটি এখন বিচারাধীন রয়েছে। অন্যদিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ১২ ধারাতেও ‘চিকিৎসক’ অর্থ এমবিবিএস ও বিডিএস, নিবন্ধিত হোমিওপ্যাথিখ চিকিৎসক এবং ভেটেরেনারি চিকিৎসক’ হিসেবে গণ্য হবেন-মর্মে উল্লেখ রয়েছে। তদুপরি গত ১০ আগস্ট স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব স্বাক্ষরিত একটি চিঠি জারি করা হয়। তাতে বিষয় হিসেবে উল্লেখ রয়েছে, ‘বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ধারা ২৯(১) অনুসরণপূর্বক ‘ডাক্তার’ পদবি ব্যবহার সংক্রান্ত। পত্রের সর্বশেষ অনুচ্ছেদে বলা হয়, ‘এমতাবস্থায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বিভাগ, অধিদফতর, দফতর ও সংস্থাসমুহে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ ও হাইকোর্টের রায় অনুযায়ী এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ব্যতিত অন্যান্য পেশাজীবীদের ( হোমিওপ্যাথিক, আয়ূর্বেদিক ও ইউনানী) নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’ এ নির্দেশনাকে পরষ্পরবিরোধী, অসামঞ্জস্য ও সাংঘর্ষিক বলে দ্রুত এটি প্রত্যাহারের দাবি জানানো হয়।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest