জেনে নিন স্লো ওয়াই-ফাই ফিক্স করার কিছু উপায়

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৫

জেনে নিন স্লো ওয়াই-ফাই ফিক্স করার কিছু উপায়

ডেস্ক রিপোর্ট: ইন্টারনেট নিয়েও দেখা যায় ঠিকভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না। ওয়াইফাই সংযোগ করেও ভিডিও দেখতে গিয়ে বারবার লোডিং হতে থাকে। কোনো ব্রাউজার সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারছেন না। ওয়াইফাই স্লো হওয়ার অনেক কারণ আছে। এর মধ্যে রাউটার থেকে দূরত্ব, পুরোনো হার্ডওয়্যার ব্যবহার, একসঙ্গে অনেকগুলো ডিভাইসে নেটওয়ার্ক কানেকশন ইত্যাদি অন্যতম। অনেক সময় পুরোনো রাউটার বা ডিভাইস আধুনিক ইন্টারনেটের গতির সঙ্গে তাল মেলাতে পারে না। ফার্মওয়্যার পারফরম্যান্সের সমস্যার কারণেও এমনটা হতে পারে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কোনো সমস্যা থাকলেও অনেক সময় ইন্টারনেট স্লো হয়ে যায়। তবে এই সমস্যার সমাধানও খুব বেশি কঠিন নয়। সঠিক জায়গায় রাউটার রাখা, ৫জিহার্জ ব্যান্ড ব্যবহার, পুরোনো সরঞ্জাম আপডেট ইত্যাদি করলে ইন্টারনেট ফের ফাস্ট চলবে।

স্লো ওয়াই-ফাই ঠিক করার কিছু উপায়

>> ঘরের মাঝামাঝি রাউটার রাখা উচিত। খেয়াল রাখতে হবে ডিভাইসের থেকে দূরত্ব যেন বেশি না হয়।

>> প্রতিবেশীর নেটওয়ার্ক থেকে বাঁচতে ম্যানুয়ালি রাউটারের চ্যানেল পরিবর্তন করা যায়। আধুনিক রাউটারে এই বৈশিষ্ট রয়েছে।

>> রাউটার যদি ডুয়াল-ব্যান্ড ফ্রিকোয়েন্সি সাপোর্ট করে তাহলে ৫জিহার্জ ব্যান্ডে স্যুইচ করা উচিত। এতে ভিড় কম এবং স্পিড বেশি পাওয়া যাবে।

>> রাউটারের ফার্মওয়্যার নিয়মিত আপডেট করলে নিরাপত্তা এবং পারফরম্যান্স দুটোই ভাল মেলে। পুরোনো রাউটার থাকলে আধুনিক মডেলে আপগ্রেড করতে পারেন। যা লেটেস্ট ওয়াই-ফাই স্ট্যান্ডার্ড সাপোর্ট করে।