প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
অনলাইন ডেস্ক:
লাইভ ভিডিও ফিচারে বড় পরিবর্তন আনছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। এই পরিবর্তন লাখ লাখ ব্যবহারকারীর ওপর প্রভাব ফেলবে। কারণ, এখন থেকে মাত্র ৩০ দিনের জন্য সংরক্ষিত থাকবে লাইভ ভিডিওগুলো। তারপর তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। ফেসবুক তাদের এক ব্লগ পোস্টে এই তথ্য জানিয়েছে।
ফেসবুকের নিউজরুমে প্রকাশিত এক বিবৃতিতে মেটা জানায়, ব্যবহারকারীরা যেসব লাইভ ভিডিও তৈরি করবেন, তা পোস্ট করার ৩০ দিনে পর্যন্ত তাদের প্রোফাইল বা পেজে থাকবে। এই সময়ের মধ্যে লাইভ ভিডিওগুলো ক্লিপ বা রিল হিসেবে শেয়ার করা যাবে। ব্যবহারকারীরা চাইলে ভিডিওটি মুছে ফেলতে বা ডাউনলোড করতে পারবেন।
গত ১৯ ফেব্রুয়ারি থেকে এই পরিবর্তন নিয়ে আসা হয়েছে। ব্যবহারকারীদের অ্যাকাউন্টে এই পরিবর্তনটি কার্যকর হলে তারা একটি ই-মেইল নোটিফিকেশন পাবেন। ফলে এর পরে ৩০ দিনের বেশি পুরোনো লাইভ ভিডিওগুলো আর দেখতে পাওয়া যাবে না এবং সেগুলো মুছে যাবে।
নোটিফিকেশন পাওয়ার পর ৯০ দিনের মধ্যে লাইভ ভিডিওগুলো ডাউনলোড বা ক্লাউড স্টোরেজে স্থানান্তর করতে পারবেন। যদি আরও সময় প্রয়োজন হয় তাহলে ডিলিটের জন্য ৬ মাসের সময় চাইতে পারেন।
এ ছাড়া যদি কোনো অ্যাকাউন্ট ‘স্মরণীয়’ (মেমোরেবল) হয়ে যায়, তবে সেখানে কোনো মিডিয়া মুছে ফেলা হবে না। মৃত ব্যক্তির বন্ধুবান্ধব বা পরিবারের সদস্যরা পূর্বে শেয়ার করা কনটেন্টে কোনো পরিবর্তন দেখতে পাবেন না।
ফেসবুক তাদের লাইভ ভিডিওগুলো সংরক্ষণ করার জন্য বেশ কিছু উপায়ও সুপারিশ করেছে, যেমন—
ফেসবুক লাইভ ভিডিও এমপি ৪ ফাইল হিসেবে ডাউনলোড করার জন্য নিম্নলিখিত নির্দেশিকা দিয়েছে—
প্রোফাইল বা পেজ থেকে লাইভ ভিডিও ডাউনলোড করুন
১. কম্পিউটারের ব্রাউজার ব্যবহার করে আপনার প্রোফাইলে যান। যান। তারপর যে পেজ থেকে ভিডিও ডাউনলোড করতে চান, সেই পেজে যান।
২. প্রোফাইলে ভিডিও ট্যাব খুঁজুন। পেজে লাইভ ট্যাব খুঁজুন। লাইভ ট্যাব দেখতে ‘মোর’ অপশনে ক্লিক করতে হতে পারে।
৩. যে ভিডিওটি ডাউনলোড করতে চান সেটি নির্বাচন করুন।
৪. ফুল স্ক্রিন ভিউ অপশনে ট্যাপ করুন। তারপর ‘অপশনস’ এ ক্লিক করে ‘ডাউনলোড ভিডিও’ নির্বাচন করুন। আপনার ভিডিওটি স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হতে শুরু করবে। যদি ডাউনলোড শুরু না হয়, তাহলে পেজটি রিফ্রেশ করে আবার চেষ্টা করতে হবে।
মেটা বিজনেস সুইট থেকে লাইভ ভিডিও ডাউনলোড করুন
আপনার পেজ বা প্রোফাইল মেটা বিজনেস সুইটের আওতায় থাকলে এই প্রক্রিয়ায় লাইভ ভিডিও ডাউনলোড করতে পারবেন। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ফেসবুক চালু করুন।
২. ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
৩. মেনু থেকে প্রোফেশনাল বোর্ডে ট্যাপ করুন।
৪. এরপর টুল বিভাগে থাকা ‘মেটা বিজনেস সুইট’ অপশনে ট্যাপ করুন।
৫. এখন ‘কনটেন্ট’ ট্যাব নির্বাচন করুন।
৬. যে লাইভ ভিডিও ডাউনলোড করতে চান তা পোস্টস ও রিলসের নিচে পাবেন। ভিডিওটি ওপর ট্যাপ করুন।
৭. এখন তিন ডট আইকোন বা অপশনস–এ ট্যাপ করুন।
৮. ভিডিওটি ডাউনলোডের জন্য ‘ডাউনলোড এসডি’ বা ‘ডাউনলোড এইচডি’ অপশন নির্বাচন করুন।
ভিডিওটি স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হতে শুরু করবে। যদি ডাউনলোড শুরু না হয়, তাহলে পেজটি রিফ্রেশ করে আবার চেষ্টা করতে হবে।
অ্যাক্টিভিটি লগ থেকে লাইভ ভিডিও ডাউনলোড করুন
১. ফেসবুক চালু করুন।
২. ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
৩. সেটিংস অপশনে ট্যাপ করুন।
৪. নিচের দিকে স্ক্রল করে অ্যাক্টিভিটি লগ অপশন নির্বাচন করুন।
৫. লাইভ ভিডিওস অপশন নির্বাচন করুন।
৬. যে ভিডিওটি আপনি ডাউনলোড করতে চান, সেটি খুঁজে বের করুন।
৭. ভিডিওটির পাশে থাকা অপশনস এ ক্লিক করুন এবং ডাউনলোড নির্বাচন করুন।
এভাবে লাইভ ভিডিওটি ডাউনলোড করা যাবে।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest