প্রকাশিত: ১০:২৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৩
নিউজ ডেস্ক: হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের তিন চিকিৎসক। আগামীকাল বুধবারের মধ্যে তাঁদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বিএনপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ খবর জানা গেছে।
সূত্রগুলো বলছে, খালেদা জিয়ার চিকিৎসার জন্য দেশে আসতে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের তিন চিকিৎসককে দেশে আসার অনুমতি দিয়েছে সরকার। তাঁরা হলেন ডা. হামিদ আহমেদ আব্দুর রব, ডা. ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস ও ডা. জেমস পিটার অ্যাডাম হ্যামিলটন।
তাঁদের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত প্রফেসর হামিদ রব জন হপকিন্স কিডনি ট্রান্সপ্লান্ট প্রোগ্রামের পরিচালক এবং মেডিসিন বিশেষজ্ঞ। অধ্যাপক ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস ইন্টারভেনশনাল অনকোলজি বিভাগের পরিচালক। তিনি রেডিওলজি অ্যান্ড রেডিওলজিক্যাল বিশেষজ্ঞ। আর সহযোগী অধ্যাপক জেমস পিটার হ্যামিলট একই বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের পরিচালক ও মেডিসিন বিশেষজ্ঞ।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান আজকের পত্রিকাকে বলেন, ‘খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে বারবার সরকারের কাছে বলার পরও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পরিবার ও দলের পক্ষ থেকে বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক আনার জন্য চেষ্টা করা হচ্ছে।’
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest