কিছুক্ষণের মধ্য খুলে দেবে রাফাহ ক্রসিং, অপেক্ষায় হাজার হাজার ফিলিস্তিনি

প্রকাশিত: ৭:৫০ পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০২৩

কিছুক্ষণের মধ্য খুলে দেবে রাফাহ ক্রসিং, অপেক্ষায় হাজার হাজার ফিলিস্তিনি

নিউজ ডেস্ক: মিসরের রাফাহ সীমান্তে গত কয়েক দিন হলো হাজার হাজার ফিলিস্তিনিরা অপেক্ষায় আছে। সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত হলেও এখনো তা খুলে দেয়নি। হাজারো ফিলিস্তিনি অপেক্ষায় আছে প্রয়োজনীয় ওষুধ ও ত্রাণের। ২০টি ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে মিসরের প্রেসিডেন্ট।

বার্তা সংস্থা এএফপি বলছে, রাফাহ সীমান্তে মিসরের অংশে প্রয়োজনীয় ওষুধ, খাবার এবং জলসহ ১৭৫টি ট্রাক অপেক্ষা করছে।

গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে বৈঠকের পর এটা খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন। শুক্রবারের মধ্যে সীমান্ত দিয়ে ত্রাণসামগ্রী গাজায় পৌঁছাবে বলে জানিয়েছিল হোয়াইট হাউস। তবে এখনও তা খোরা হয়নি।

বিবিসির খবরে বলা হয়েছে, ইসরায়েলে মার্কিন দূতাবাস বিশ্বাস করে রাফাহ ক্রসিং শিগগিরই চালু হবে। দূতাবাস জানতে পেরেছে স্থানী সময় ১০টায় সীমান্ত খুলে দেবে।

তবে সীমান্ত কতক্ষণ খোলা থাকবে তা কেউ বলতে পারছে না। ধারণা করা হচ্ছে খুব কম সময়ের জন্য এটা খোলা হবে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনির স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। হামাসের হামলার পর পাল্টা হামলা চালায় ইসরায়েল। তাদের হামলায় গাজার হাজার হাজার সাধারণ নাগরিকের মৃত্যু হয়। জাতিসংঘ বলছে, গাজায় বাস্তুচ্যুত হয়েছে প্রায় ১০ লাখ নাগরিক। গাজায় স্থল হামলা করার হুমকি দিয়ে নাগরিকদের সরে যেতে বলেছে ইসরায়েল। এরপর অনেকে মিসর ও গাজার রাফাহ সীমান্তে যেতে শুরু করেছে। অন্য সব সীমান্ত আপাতত বন্ধ করে রেখেছে ইসরায়েল। একমাত্র পথ হিসেবে রাফাহ সীমান্ত রয়েছে গাজাবাসীর জন্য।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা ওয়াফা নিউজ জানিয়েছে, যুদ্ধের গত ১৪ দিনে এখন পর্যন্ত ৪ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।