হুতিদের ওপর হামলার ক্ষমতা দিয়ে এডেন উপসাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী মোতায়েন

প্রকাশিত: ৯:০৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৩

হুতিদের ওপর হামলার ক্ষমতা দিয়ে এডেন উপসাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী মোতায়েন

অনলাইন ডেস্ক:

ইয়েমেনের কাছে এডেন উপসাগরে বিমানবাহী রণতরীসহ বেশ কিছু যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে মার্কিন প্রতিরক্ষা বিভাগের একটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। মূলত লোহিত সাগরে ইসরায়েল অভিমুখী বেশ কয়েকটি জাহাজে ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠী হুতির হামলার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

গোপনীয়তার স্বার্থে নাম প্রকাশ না করার শর্তে মার্কিন প্রতিরক্ষা বিভাগের ওই সূত্র পলিটিকোকে বলেছেন, ‘পেন্টাগন সম্প্রতি বিমানবাহী রণতরী ডুইট ডি. আইজেনহাওয়ার ক্যারিয়ারসহ অন্যান্য একদল যুদ্ধজাহাজকে পারস্য উপসাগর থেকে ইয়েমেনের উপকূলের অদূরে এডেন উপসাগরে পাঠিয়েছে। মূলত হুতিদের আক্রমণের বিপরীতে সম্ভাব্য মার্কিন প্রতিক্রিয়া অংশ হিসেবে এটি করা হয়েছে।’

অপর একটি সূত্রের বরাত দিয়ে পলিটিকো জানিয়েছে, মার্কিন সশস্ত্র বাহিনী ওই নৌবহরের কমান্ডারদের প্রয়োজনে ‘ইয়েমেনিদের ওপর হামলার ক্ষমতা’ দেওয়া হয়েছে।

এদিকে আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাবেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। এই সফরের সময় তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মার্কিন নেতৃত্বাধীন প্রসপারিটি গার্ডিয়ান নামে একটি চুক্তি স্বাক্ষর করে পারেন। মূলত এডেন উপসাগর বা লোহিত সাগরে ইয়েমেনি বিদ্রোহীদের হামলার হাত থেকে এই অঞ্চল হয়ে চলাচল করা বাণিজ্যিক জাহাজগুলোকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ।

এর আগে, গত শুক্রবার হুতি বিদ্রোহীরা হুমকি দেয়, ইসরায়েলের পথে যাওয়া সব জাহাজেই হামলা করা হবে। ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি বলেছে, তারা জাতীয়তা নির্বিশেষে ইসরায়েলে ভ্রমণকারী যেকোনো জাহাজকে লক্ষ্যবস্তু করবে। এখন প্রায় প্রতিদিনই ইসরায়েলে ভ্রমণকারী নৌযানকে লক্ষ্য করে আক্রমণ করছে হুতি বিদ্রোহীরা। তবে সেসব আক্রমণের বেশির ভাগই ব্যর্থ হয়েছে।