ফের ৪৮ ঘণ্টার অবরোধ ডাকল বিএনপি

প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৩

ফের ৪৮ ঘণ্টার অবরোধ ডাকল বিএনপি

অনলাইন নিউজ ডেস্ক:

ফের ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি। আগামী বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি পালন করবে দলটি।

সোমবার ( ১৩ নভেম্বর ) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা দেন।

সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবিতে বিএনপিসহ অন্যান্য সমমনা দল অবরোধ কর্মসূচি পালন করে আসছে।

চলমান অবরোধ কর্মসূচি সফল করার জন্য দেশবাসীকে অভিনন্দন জানান বিএনপির এই নেতা।

সংবাদ সম্মেলনে সারা দেশে দলের নেতা-কর্মীদের গ্রেপ্তারের চিত্র তুলে ধরে রিজভী বলেন, গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনের অধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে মামলা হয়েছে ১৬টি এবং আসামি করা হয়েছে অন্তত ১ হাজার ৭৮০ জনকে।