প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৩
অনলাইন নিউজ ডেস্ক:
আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিতে চায় তৃণমূল বিএনপি। সেই পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছেন বলে জানান দলটির চেয়ারপারসন শমশের মুবিন চৌধুরী।
আজ রোববার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলে তিনি। এর আগে বিকেলে তিনি গোলাপগঞ্জের ভাদেশ্বর দক্ষিণভাগে নিজ বাসভবনে বিয়ানীবাজার মৎস্যজীবী সমিতির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় সভার পর শমশের মুবিন আজকের পত্রিকাকে বলেন, ‘তৃণমূল বিএনপি নির্বাচনমুখী দল। আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। সেটা নিয়ে ঢাকায় আলাপ-আলোচনা চলছে। ৩০০ আসনে প্রার্থী দেওয়ারও প্রত্যাশা রয়েছে। সেভাবে আমরা এগোচ্ছি। বর্তমানে আমার নির্বাচনী এলাকায় (সিলেট-৬ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আছি। নির্বাচনে অংশগ্রহণ করলে অবশ্যই আনুষ্ঠানিক প্রচারণা সিলেটের হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরান (র.) মাজার জিয়ারতের মাধ্যমে আমরা শুরু করব।’
মতবিনিময়কালে বিএনপির সাবেক এই ভাইস চেয়ারম্যান আরও বলেন, ‘আমার রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের জন্য। সব সময় আমি তৃণমূলের মানুষকে ভালোবাসি। তাদের সুখে-দুঃখের সারথি হয়ে পাশে থাকব।’
এর আগে শমশের মুবিন চৌধুরী উপজেলার ভাদেশ্বর মোকামবাজারে শাহ পুতলা জামে মসজিদে জোহরের নামাজ আদায় করেন। এরপর মুসল্লিদের সঙ্গে মতবিনিময় ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি বলেন, ‘আমি নির্বাচিত হলে শাহ পুতলা জামে মসজিদের উন্নয়নে নিজেকে নিয়োজিত করব।’
এরপর শাহ পুতলা (র.) মাজার জিয়ারত করেন শমশের মুবিন। নিজ বাসভবনে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক ও মানবাধিকারকর্মী মানিক মিয়া, তৃণমূল বিএনপির সিলেট জেলার আহ্বায়ক এম এ হান্নান, গোলাপগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক ছানা মিয়াসহ দলের কর্মী-সমর্থকেরা।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest