প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
অনলাইন ডেস্ক:
নিজ বাসভবনে মৃত অবস্থায় পাওয়া গেছে দুবারের অস্কারজয়ী মার্কিন অভিনেতা জিন হ্যাকম্যান ও তাঁর স্ত্রী বেটসি আরাকাওয়ার মৃতদেহ। স্থানীয় সময় বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সান্তা ফের বাড়িতে তাঁদের মৃতদেহ পাওয়া যায়। ৯৫ বছর বয়সী হ্যাকম্যান ও ৬৪ বছর বয়সী আরাকাওয়ার সঙ্গে তাঁদের একটি পালিত কুকুরকেও মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।সান্তা ফে কাউন্টির শেরিফ আদান মেনডোজা বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবিসি শেরিফ আদান মেনডোজার বরাত দিয়ে জানিয়েছে, তাঁদের মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। শেরিফ আদান মেনডোজা বিবিসিকে বলেন, ‘সানসেট ট্রেইলে নিজ বাড়িতে জিন হ্যাকম্যান ও তাঁর স্ত্রীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আমরা তদন্ত করছি। তবে এই মুহূর্তে আমরা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাইনি।তিনি আরও বলেন, ‘আমরা প্রাথমিক তদন্ত করছি। সার্চ ওয়ারেন্টের অনুমতি পেলে আরও বিস্তারিত তদন্ত করা হবে।
সিনেমা জগতে হ্যাকম্যানের কর্মজীবন চার দশকের বেশি সময়জুড়ে বিস্তৃত ছিল। তিনি ১৯৭১ সালে ‘দা ফ্রেঞ্চ কানেকশন’ ছবিতে জিমি ‘পপেয়ি’ ডয়েল চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে অস্কার জেতেন। এরপর ১৯৯২ সালে ‘আনফরগিভেন’ সিনেমায় লিটল বিল ড্যাগেট চরিত্রে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পান।
এ ছাড়া, ‘বনি অ্যান্ড ক্লাইড’ (১৯৬৭), ‘দা কনভারসেশন’ (১৯৭৪) এবং ‘সুপারম্যান’ সিরিজে লেক্স লুথর চরিত্রে তাঁর অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। ২০০৪ সালে অভিনয় থেকে অবসর নেওয়ার পর তিনি লেখালেখিতে মনোনিবেশ করেন এবং বেশ কয়েকটি উপন্যাস রচনা করেন।
হ্যাকম্যানের বেটসি আরাকাওয়া ছিলেন একজন ক্লাসিক্যাল পিয়ানোবাদক। ১৯৯১ সালে হ্যাকম্যানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এই দম্পতি ১৯৮০-এর দশক থেকে সান্তা ফেতে বসবাস করছিলেন।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest