মহান একুশ বিশ্ব ভাষা মর্যাদার বিজয় তিলক -সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ

প্রকাশিত: ১০:২৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫

মহান একুশ বিশ্ব ভাষা মর্যাদার বিজয় তিলক -সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

অরল্যানডো . তেইশে ফেব্রুয়ারী রবিবার ,শহরের প্রাণকেন্দ্রে বোম্বে গ্রীলে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ আয়োজিত অমর একুশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় | মোয়াজ্জেম ইকবালের সভাপতিত্বে ও সালেহ করিমের সঞ্চালনে সন্ধ্যা সাতটায় এই মহতী অনুষ্ঠান শুরু হয় | সাধারণ সম্পাদক জসীম উদ্দিনের সাগত বক্তব‍্যর মাধ্যমে কার্যক্রমের শুভ সূচনা করেন |

এরপর জাতীয় সংগীত পরিবেশন এবং সকল শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে এক মিনিট নীরবতা পালন করা হয় | আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাভাষার অবদান এবং ভাষা শহীদদের প্রতি বিনম্র সম্মান শীর্ষক আলোচনা সভায় অংশ নেন জসীম উদ্দিন , সালেহ করিমুজ্জামান , আকম রুমেল ও মোয়াজ্জেম ইকবাল | সকলের বক্তব্যে ফুটে উঠে মহান ভাষা আন্দোলন এবং অমর একুশ ছিল বাঙালির অমিত প্রেরণার অনিঃশেষ উৎস |

একুশের অভিলাষী যাত্রায় বাঙালী ফিরে পেয়েছে মুক্তির ঠিকানা | অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠার অধিকার | বাঙালির আত্মর্যাদা গৌরবের বিজয় তিলক , এই পবিত্র ভাষা আন্দোলন | ভাষা শহীদরা রফিক জব্বার সালাম বরকতরা তৈরী করেছিল আসাদ জোহা মতিউর সহ ত্রিশ লক্ষ শহীদ | যাঁদের অমর রক্তের কণিকায় দাঁড়িয়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ , বিশ্ব ফিরে পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষার অধিকার | আজ সারাবিশ্বে ভাষা আন্দোলনের পীঠস্থান অমর একুশকে স্মরণ করছে বিনম্র শ্রদ্ধায় |

ভাষা শহীদ , স্বাধীনতা শহীদ সকল মুক্তি আন্দলোনের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন জসীম উদ্দীন | খবর বাপসনিউজ।অনুষ্ঠানটির সাফল্য ও ভাব গাম্বীর্য রক্ষায় সদা সর্বদা তীক্ষ্ণ দৃষ্টি রাখেন প্রধান উপদেষ্টা মাহবুব রহমান মিলন এবং উপদেষ্টা ফখরুল আহসান শেলী | স্বাধীন বাংলার শিল্পী মুক্তিযোদ্দা খসরু”র সুললিত কণ্ঠে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী গানের মধ্যদিয়ে শুরু হয় শহীদ মিনারে পুষ্পার্পন পর্ব | সে এক অপূর্ব শিহরণ |

প্রথমে নেতৃবৃন্দ , অতিথি বৃন্দ পরে সর্ব সাধারণ লাইন দিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন | নতুন প্রজন্ম মা বাবা সহ ফুল নিয়ে এগিয়ে আসে, যা ছিল প্রজন্ম তরে স্মৃতি তর্পনের এক গুরুত্বপূর্ণ প্রয়াস | এসময়ে তাদের সহায়তা করেন ফারজানা , নবনী , তাননি ,ইউসুফ , ইউনুস ,শহীদ , জাহাঙ্গীর , রাহাত প্রমূহ | মাইকে তখন চলতে থাকে প্রতিথযশা গুণী শিল্পী খসরু”র কালজয়ী দেশপ্রেমের গান | অতঃপর বোম্বে গ্রীলের পক্ষ থেকে সকলকে সুস্বাদু বিরানি ও মিষ্টি বিতরণ করা হয় |পরিশেষে সভাপতি দূর দূরান্ত থেকে আগত সকলকে ধন্যবাদ জানিয়ে স্মরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন |

এ সংক্রান্ত আরও সংবাদ