প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
অনলাইন ডেস্ক :
সুব্রত চৌধুরী- পবিত্র মাহে রমজান সমাগত।পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির
উদ্যোগে বাংলাদেশ কমিউনিটি সেন্টার ভবনে আলোকসজ্জা করা হয়েছে।
গত ২৫ ফেব্রুয়ারি, মংগলবার সন্ধ্যায় অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আটলান্টিক সিটির ২৭০৯ ফেয়ারমাউন্ট এভিনিউতে অবস্থিত “বাংলাদেশ কমিউনিটি সেন্টার” ভবনটিকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়। পুরো রমজান মাস জুড়ে এ আলোকসজ্জা অব্যাহত
থাকবে বলে জানান বিএএসজে নেতৃবৃন্দ।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও শাহরিয়ার আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন আব্দুর রফিক, কাউন্সিল এট লারজ প্রার্থী সোহেল আহমদ,শেখ আমিন, মোঃ আইউব,রহমান বাবুল, গিয়াসউদদীন,মনিরুজ্জামান মনির, সুব্রত চৌধুরী,রওশন উদদীন, সিরাজুল ইসলাম,বেলাল উদ্দিন, সাবেক কাউন্সিলর মামুনুল হক মামুন, সৈয়দ শহীদ,ওয়ালিদ, শাহরু চৌধুরী, মোঃ মিজান প্রমুখ।
দোয়া ও মোনাজাত করেন মওলানা আবদুল হাই।
সভায় বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল সংগঠনের পক্ষ থেকে সাউথ জার্সিবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, রমজান মাস কোরআন নাজিলের মাস, রমজান মাস তাকওয়া অর্জনের মাস, সংযমের মাস। আজকে ঝঞ্জাবিক্ষুব্ধ এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে হলে রমজান যেই শিক্ষা নিয়ে এসেছে সেই শিক্ষাকে আমাদের গ্রহণ করতে হবে।
বিএএসজের কর্মকর্তারা সহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest