প্রকাশিত: ৫:৪১ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০২৩
অনলাইন ডেস্ক:
গাজা-সংকটকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্বের নীরবতার কড়া সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, ফিলিস্তিনে যা চলছে তা স্পষ্টত গণহত্যা এবং ইসরায়েল সরকার হামাসকে পাল্টা আঘাত হানতে গিয়ে পশ্চিমা বিশ্বের বখে যাওয়া ছেলের মতো আচরণ করছে। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সৌদি আরবের রাজধানী রিয়াদে যৌথ আরব-ইসলামি বিশ্বের শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে গতকাল শনিবার এরদোয়ান এসব কথা বলেন। আরব বিশ্বের দেশগুলোর জোট আরব লীগ ও মুসলিম দেশগুলোর জোট ইসলামি সম্মেলন সংস্থা (ওআইসি) যৌথভাবে এই সম্মেলের আয়োজন করে।
এ সময় তিনি বলেন, পশ্চিমা বিশ্ব বিশ্বের অন্যান্য সংকটের বিপরীতে ফিলিস্তিনের বিষয়ে দ্বৈত মানদণ্ড অনুসরণ করছে। তিনি বলেন, ‘ইসরায়েল পশ্চিমা বিশ্বের বখে যাওয়া ছেলের মতো আচরণ করছে এবং দেশটি যা করেছে (গাজায়) তার জন্য দেশটিকে ক্ষতিপূরণ দিতেই হবে।’
তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, ‘সব সময় মানবাধিকার, স্বাধীনতার কথা বলা পশ্চিমা বিশ্ব ফিলিস্তিনে চলা গণহত্যার বিষয়ে যে নিশ্চুপ অবস্থান নিয়েছে তা লজ্জাজনক।’ তিনি আরও বলেন, ‘আমরা মানবেতিহাসের অন্যতম ঘৃণ্য বর্বরতা চাক্ষুষ করছি, যেখানে হাসপাতাল, স্কুল, শরণার্থীশিবির কোনোটাই বোমার আঘাত থেকে রক্ষা পাচ্ছে না এবং যেখানে বেসামরিক নাগরিকদের গণহত্যা করা হচ্ছে।’
বক্তব্যে তুরস্কের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া বক্তব্য—এখনই কোনো ধরনের যুদ্ধবিরতি সম্ভব নয়—উল্লেখ করে বলেন, পশ্চিমা বিশ্ব ইসরায়েলকে যুদ্ধবিরতি কার্যকর করতে পর্যন্ত চাপ দিতে পারছে না, উল্টো তাদের সহায়তা দিয়ে যাচ্ছে। তিনি এ সময় যুক্তি দেন, যুদ্ধ চলতে থাকলে তা কেবল হামাসকে লাভবান করবে।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest