প্রকাশিত: ৯:৩৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১১, ২০২৩
নিউজ ডেস্ক:
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় নিহতের সংখ্যা সংশোধন করেছে ইসরায়েল। গতকাল শুক্রবার দেশটি জানিয়েছে, ৭ অক্টোবরের ওই হামলায় ১৪০০ নয়, প্রাণ হারিয়েছে প্রায় ১২০০ জন ইসরায়েলি।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লায়র হায়াত জানান, গত বৃহস্পতিবার নিহতের সংখ্যা সংশোধন করা হয়েছে। এক লিখিত বিবৃতিতে তিনি বলেন, ৭ অক্টোবরের ‘হত্যাযজ্ঞে নিহতের আনুষ্ঠানিক সংখ্যা ১২০০’।
বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘এটাই হালনাগাদকৃত সংখ্যা। হামলার পর তাৎক্ষণিকভাবে অনেক মরদেহ শনাক্ত করা যায়নি। এখন আমরা মনে করছি, এসব মরদেহ সন্ত্রাসীদের, ইসরায়েলিদের নয়। তাই নিহতের সংখ্যা সংশোধন করা হয়েছে।’
গাজার সামগ্রিক পরিস্থিতি নিয়ে ইউনেস্কোর একটি প্রস্তাবের সমালোচনা করে গত শুক্রবার সামাজিক প্ল্যাটফর্ম এক্স-এ পোস্ট দিয়ে লায়র হায়াত বলেন, ‘হামাস প্রায় ১,২০০ জনকে হত্যা করেছিল।’
হামাসের যোদ্ধারা দক্ষিণ ইসরায়েলের শহর কিবুতজিম এবং সামরিক ঘাঁটিতে হামলা চালানোর এক মাসেরও বেশি সময় পরে এলো হালনাগাদ করা এই তথ্য। ইসরায়েলি কর্তৃপক্ষ আরও বলেছে যে, ফিলিস্তিনি গোষ্ঠীগুলো হামলার সময় ২৪০ জনেরও বেশি মানুষকে বন্দী করে নিয়ে গিয়েছিল। তার মধ্যে ইসরায়েলি সৈন্য, বেসামরিক ব্যক্তিদের পাশাপাশি অনেক বিদেশিও ছিল।
গত ৭ অক্টোবর হামাসের এই হামলার পর পাল্টা ব্যবস্থা হিসেবে গাজা ও পশ্চিম তীরে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানও চলছে। আর এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ইসরায়েলি বাহিনীর হাতে খুন হওয়া মানুষের সংখ্যা। গতকাল শুক্রবার সন্ধ্যায় সর্বশেষ আপডেটে ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় গাজা ও পশ্চিম তীর মিলে নিহত ছাড়িয়েছে ১১ হাজার ২০০।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটি সংবাদ সংস্থা ওয়াফা নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা ও পশ্চিম তীর মিলে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ২০৮। আহত হয়েছে আরও অন্তত ২৯ হাজার ৫০০ জন।
নিহতদের মধ্যে ১১ হাজার ২০৫ জন গাজার এবং পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে মারা গেছে আরও ১৮৩ জন। এ ছাড়া গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় আহত হয়েছে আরও অন্তত ২৭ হাজার এবং পশ্চিম তীরে আহতের সংখ্যা আড়াই হাজারের অধিক।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest