প্রকাশিত: ১০:৩৪ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৩
বিনোদন ডেস্ক: কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রাকিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ে করেন শেরশাহ জুটি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। বিয়ের আগে নিজেদের সম্পর্ক নিয়ে এড়িয়েছেন সংবাদমাধ্যমকে। এমনকি বিয়ের পরও যেকোনো সাক্ষাৎকারে একে অপরের সম্পর্কে প্রশ্ন যতটা পারেন এড়িয়েই চলেন এই জুটি। এবার এই লুকোচুরি নিয়ে মুখ খুললেন কিয়ারা। ফেমিনাকে দেওয়া এক সাক্ষাৎকারে কিয়ারাকে বলতে শোনা যায়, কেন ব্যক্তিগত জীবনকে লাইমলাইট থেকে দূরে সরিয়ে রাখেন তিনি আর সিদ্ধার্থ।
কিয়ারা জানিয়েছেন, বিয়ের আগে তাঁদের সবচেয়ে বড় মাথাব্যথা ছিল যাতে সম্পর্কটা ফোকাসে না এসে যায়। চাননি কাজের বাইরে কেউ তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলুক।
সিদ্ধার্থের সঙ্গে বিয়েকে কিয়ারা ‘সুন্দর মিলন’ বলে বর্ণনা করেছেন। রাজস্থানে হওয়া সেই বিয়ের অনুষ্ঠানেও ডাক পড়েছিল বলিউডের গুটি কয়েক তারকার। ছিলেন শুধু করণ জোহর, মণীশ মালহোত্রা, শাহিদ কাপুর ও তাঁর স্ত্রী মীরা রাজপুত।
কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রাকিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। অভিনেত্রীর মতে, সামাজিক মাধ্যমে বিয়ের ছবি-ভিডিও ভাগ করে এত ভালোবাসা পাওয়া উপভোগ করেছেন দুজনেই। তারকা হিসেবে নিজেদের বিয়ের ছবি প্রকাশ্যে আনা কর্তব্যের মধ্যেই পড়ে বলে জানান তিনি। ভক্তদের তাঁদের নিয়ে অনুসন্ধিৎসা থাকাও যে স্বাভাবিক, সেটাও বোঝেন। তবে দুজনেই চান দর্শক তাঁদের অভিনেতা হিসেবে মনে রাখুক। তাঁদের ব্যক্তিগত কোনো সম্পর্কের কারণে নয়।
কিয়ারাকে সবশেষ দেখা গেছে কার্তিক আরিয়ানের সঙ্গে ‘সত্যপ্রেম কি কথা’ ছবিতে। পাইপলাইনে রয়েছে রাম চরণের সঙ্গে তেলুগু সিনেমা ‘গেম চেঞ্জার’।
২০২১ সালে ‘শেরশাহ’ চলচ্চিত্রের শুটিংয়ের সময় থেকে প্রেমের সম্পর্কে জড়ান সিদ্ধার্থ-কিয়ারা। যদিও নিজেদের প্রেম নিয়ে কখনো মুখ খোলেননি তাঁরা। তবে ভারতের জনপ্রিয় শো কফি উইথ করণে কিয়ারা বলেছিলেন, তিনি ও সিদ্ধার্থ ‘বন্ধুর চেয়েও বেশি।’
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest