প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
অনলাইন ডেস্ক:
সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৬টি থানায় আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে দলটি। এর মধ্যে একটিতে মহানগর ছাত্রদলের বর্তমান সভাপতিকে সদস্যসচিব করা হয়েছে।
নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত আদেশে এই ৬ কমিটি অনুমোদন দেওয়া হয়।
বুধবার (১৯ ফেব্রুয়ারী ) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, কোতোয়ালি থানা কমিটির আহ্বায়ক হলেন ওলিউর রহমান চৌধুরী সুহেল ও সদস্যসচিব সোয়েব আহমদ। বিমানবন্দর থানা কমিটির আহ্বায়ক আব্দুল কাদির সমসু ও সদস্যসচিব সৈয়দ সরোয়ার রেজা।
শাহপরাণ থানা কমিটির আহ্বায়ক আব্দুল মুনিম ও সদস্যসচিব খোরশেদ আহমদ খুশু। জালালাবাদ থানা কমিটির আহ্বায়ক শহীদ আহমদ ও সদস্যসচিব মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ।
দক্ষিণ সুরমা থানা কমিটির আহ্বায়ক ডা. এনামুল হক ও সদস্যসচিব মকসুদ আহমদ। মোগলবাজার থানা কমিটির আহ্বায়ক আব্দুল হাসনাত ও সদস্যসচিব জামাল আহমদ।
আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, মহানগরের ৬ থানা ইউনিট আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। আর জালালাবাদ থানা কমিটির সদস্যসচিব সুদীপ জ্যোতি এষ মহানগর ছাত্রদলের সভাপতির পদ থেকে পদত্যাগ করবেন।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest