প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৫
ইতালি প্রতিনিধি:
ইতালির মিলানে সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহী দিরাই প্রবাসীদের প্রথম সংগঠন দিরাই সমাজ কল্যাণ সমিতি মিলান লম্বারদিয়া ইতালির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার স্থানীয় বায়তুল মুকাররম জামে মসজিদে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে সমিতির নেতৃবৃন্দ ছাড়াও রাজনৈতিক সামাজিক ব্যবসায়ী ও বিভিন্ন আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দ সহ প্রায় পাঁচ শতাধিক মুসল্লি এক সাথে ইফতারে শরিক হন এবং বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করে হয়। দোয়া পরিচালনা করেন জালালাবাদ এসোসিয়েশন পিওতেল্লোর সভাপতি এজিএম জয়নাল।
ইফতারের আগত রোজাদারদের স্বাগত জানান সমিতির সভাপতি মোঃ শাকিরতালুকদার ও সাধারণ সম্পাদক মোঃ হামিম তালুকদার। ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেব উপস্থিত ছিলেন মিলান কনস্যুলেট এর কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও নজরুল ইসলাম। ইফতারের পূর্বে আগত রোজাদারদের সম্মুখে রমজানের গুরুত্ত নিয়ে বয়ান করেন মসজিদ কমিটির খতিব আবু বাহার।
ইফাতের মাহফিল শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতির সাবেক সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। ঢাকা সমিতির প্রধান উপদেষ্টা হোসাইন মোহাম্মদ মনির। ঢাকা সমিতির সাধারণ সম্পাদক আজমত উল্লাহ সিকদার রবিন।
কুমিল্লা সমিতির সিনিয়র সহ সভাপতি মোঃ জাকির হোসেন,সাধারণ সম্পাদক মোঃ হাবিল খান ,সাংগঠনিক সম্পাদক মোঃ মিজান আহমেদ,
মিলানের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম মিলন, কাজী সজীব ইসলাম,সোহেল কবিরাজ,বৃহত্তর সিলেট সমিতির সাবেক সভাপতি তারা মিয়া,সাবেক সাধারণ সম্পাদক ময়েজুর রহমান ময়েজ,সিনিয়র সহ সভাপতি ইব্রাহিম আলী,সহ সভাপতি আব্দল হোসেন,আইবুর মিয়া,যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান, মাহবুব কামাল জানান,বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন চৌধুরী,জায়েদ হাসান, রাজিব চৌধরী,বিয়ানীবাজার সমিতির জাফর ইকবাল।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ও সার্বিক সহযোগিতা করেন দিরাই সমাজ কল্যাণ সমিতির সম্মানিত প্রধান উপদেষ্টা রিপন চৌধুরী,উপদেষ্টা হিফজুর রহমান,আব্দুল তাহিদ,জসিম উদ্দিন,সাবেক সভাপতি সুয়েব আহমেদ, নূর হোসেন জমির ,সাবেক উপদেষ্টা নুরুল হক, চাঁদ মিয়া,সিনিয়র সহসভাপতি আলী উজ্জ্বল চৌধুরী, সহ সভাপতি আবু আকঞ্জি,খরছুল হোসেন, সহ-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান।
দয়াল নুর, সহ সভাপতি রাজ্জাক মিয়া,সম্মানিত সদস্য আজিজ চৌধুরী,সাদিকুর রহমান সাদিক, হেলাল রানা,তুফায়েল আহমেদ,অর্থ সম্পাদক মোঃ শাহ আলম,সহ প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান সিদ্দিক,সদস্য রাহি ,সাজ্জাদ, তানভীর,জুবেল,রাশান ,সাজন তালুকদার,সামিম মিয়া,আলমগীর চৌধরী সহ আরো অনেক নেতৃবৃন্দ।
পরিশেষে সমিতির সকল সদ্যদের পরিবার সহ দেশ ও প্রবাসেএর সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করেন এবং ইফতার মাহফিলে উপস্থিত সবাইকে সমিতির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সমিতির নেতৃবৃন্দরা।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest