প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৪
ডেস্ক রিপোর্ট:ঋণের টাকা পরিশোধ করতে মুক্তিপণের দাবীতে এক ব্যবসায়ীর শিশু সন্তান মাদ্রাসার ছাত্র তামিমকে (৬) অপহরণের পর গলা টিপে হত্যা করেছে নিহতের চাচাতো ভাইসহ ওই ব্যবসায়ীর দুই শ্রমিক। এ ঘটনায় যৌথ অভিযান চালিয়ে ওই দুই শ্রমিককে গ্রেপ্তার করেছে র্যাব—১ ও র্যাব—১৪ এর সদস্যরা। শনিবার র্যাব—১ এর সহকারী পুলিশ সুপার ও পরিচালক (মিডিয়া) মাহফুজুর রহমান এ তথ্য জানিয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলো ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার পাউরিতলা গ্রামের মৃত মজনু মিয়ার ছেলে হাসান মিয়া (২০) এবং তার সহযোগী ফুলপুর উপজেলার কুশকান্দা গ্রামের ইস্কান্দার মিয়ার ছেলে ও নিহতের চাচাতো ভাই সাগর মিয়া (২২)। গ্রেপ্তারকৃতরা নিহত তামিমের বাবার মালিকানাধীন ববিন কাটার গুদামে চাকরি করতো।নিহতের স্বজনরা জানান, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার আমবাগ এলাকার ভাড়া বাসায় স্ত্রী সন্তান নিয়ে বসবাস করেন নাজমুল হোসেন। ওই এলাকায় প্লাস্টিকের ববিন কাটার গোডাউন রয়েছে নাজমুল হোসেনের। তার শিশু সস্তান সানজিদুল ইসলাম তামিম (৬) স্থানীয় আইনুদ্দিন দাখিল মাদ্রাসায় পড়াশুনা করতো। গত রবিবার (৭ জুলাই) বিকেলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় তামিম। স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন। শিশুটি নিখোঁজের পরদিন অপরিচিত একটি মোবাইল নম্বর থেকে অজ্ঞাত ব্যাক্তি ফোন করে তামিমকে অপহরণের কথা জানিয়ে মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করে তার বাবার কাছে। পরে অপহরণকারীর দেয়া তথ্যমতে স্বজনরা টাকা নিয়ে ময়মনসিংহের বিভিন্নস্থানে যায়। কিন্তু অপহরণকারীর মোবাইল বন্ধ পেয়ে ফিরে আসেন শিশুটির স্বজনরা। অপহরণের তিনদিন পর ১০ জুলাই শিশুটির অর্ধগলিত লাশ বাসার পাশের কলা বাগানের ঝোপ থেকে উদ্ধার করে পুলিশ।নিহতের স্বজনরা জানান, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার আমবাগ এলাকার ভাড়া বাসায় স্ত্রী সন্তান নিয়ে বসবাস করেন নাজমুল হোসেন। ওই এলাকায় প্লাস্টিকের ববিন কাটার গোডাউন রয়েছে নাজমুল হোসেনের। তার শিশু সস্তান সানজিদুল ইসলাম তামিম (৬) স্থানীয় আইনুদ্দিন দাখিল মাদ্রাসায় পড়াশুনা করতো। গত রবিবার (৭ জুলাই) বিকেলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় তামিম। স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন। শিশুটি নিখোঁজের পরদিন অপরিচিত একটি মোবাইল নম্বর থেকে অজ্ঞাত ব্যাক্তি ফোন করে তামিমকে অপহরণের কথা জানিয়ে মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করে তার বাবার কাছে। পরে অপহরণকারীর দেয়া তথ্যমতে স্বজনরা টাকা নিয়ে ময়মনসিংহের বিভিন্নস্থানে যায়। কিন্তু অপহরণকারীর মোবাইল বন্ধ পেয়ে ফিরে আসেন শিশুটির স্বজনরা। অপহরণের তিনদিন পর ১০ জুলাই শিশুটির অর্ধগলিত লাশ বাসার পাশের কলা বাগানের ঝোপ থেকে উদ্ধার করে পুলিশ।
সুত্র:যায়যায়দিন
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest