বাড়ির পেছনে মিললো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমার গুদাম

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৪

বাড়ির পেছনে মিললো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমার গুদাম

ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যে বাড়ির পেছনে মিললো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বোমার গুদাম। নিজের বাড়ির পেছনে ‘বোম শেল্টার’ বা বোমার গুদামটি খুঁজে পেয়েছেন এক নারী। তিনি ইংল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলের কেন্ট কাউন্টির ফোকস্টোনের কাছে একটি গ্রামে বাস করেন। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন মতে, ৩৪ বছর বয়সী ব্রিটিশ ওই নারীর নাম রেবেকা হবসন। ১৫ বছর ধরে তিনি কেন্ট কাউন্টির ওই বাড়িতে বাস করছেন। ২০২০ সালে করোনা মহামারির লকডাউনের সময় তার এক প্রতিবেশি রেবেকাকে ওই বোমার গুদামের সন্ধান দেন যা তার বাড়ির পেছনেই দীর্ঘদিন চোখের আড়ালে ছিল। তবে সে সময় রেবেকা এ বিষয়ে তেমন আগ্রহ না দেখালেও চলতি বছর তিনি তার স্বামী ড্যারেনকে নিয়ে গুদামটি নতুন করে আবিষ্কার করেন।
এ ব্যাপারে রেবেকা হবসন বলেন,
আমরা যখন এ বাড়িতে আসি, তখন এই গুদামটির বিষয়ে আমাদের কোনো ধারণাই ছিল না।
তিনি আরও বলেন,
কয়েক বছর পরে প্রতিবেশীরা আমাকে বলেছিল, আমাদের বাড়ির পেছনে যুদ্ধের সময়কার কিছু থাকতে পারে। আমরা এখনও এর ইতিহাস জানার চেষ্টা করছি। এটা সত্যিই বিষ্ময়কর।

রেবেকা হবসন তার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলোতেও তার এই আবিষ্কারের ছবি শেয়ার করেন। টিকটকে পোস্ট করা একটি ভিডিও ক্লিপে তিনি তার অনুসারীদের দেখিয়েছেন। ক্লিপটিতে ইঁদুরের ফাঁদ ও ধুলোয় ঢেকে থাকা বোতল ও বাটির ধ্বংসাবশেষও দেখা গেছে।