অবশেষে ভারতে মুক্তি পাচ্ছে ফাওয়াদ খানের বিতর্কিত সিনেমা ‘আবির গুলাল’

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৫

অবশেষে ভারতে মুক্তি পাচ্ছে ফাওয়াদ খানের বিতর্কিত সিনেমা ‘আবির গুলাল’

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানি তারকা ফাওয়াদ খানের নতুন ছবি ‘আবির গুলাল’ অবশেষে ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিটি মূলত ফাওয়াদ খান ও বাণী কাপুর অভিনীত একটি প্রেমকাহিনী। চলতি বছরের ৯ মে মুক্তির কথা থাকলেও পেহেলগাঁও কাণ্ডের কারণে ভারত-পাকিস্তান সম্পর্কের অবনতি এবং পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞার ফলে ছবির মুক্তি আটকে যায়। দেশের বিভিন্ন সংগঠন ছবিটি প্রেক্ষাগৃহে না দেখানোর দাবি তুলেছিল। নায়িকা বাণী কাপুরও সমালোচনার মুখে পড়েন পাকিস্তানি অভিনেতার সঙ্গে কাজ করার জন্য। সিনেমাটি আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে ১২ সেপ্টেম্বর। এবার নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী ২৬ সেপ্টেম্বর শুক্রবার ভারতে মুক্তির সম্ভাব্য দিন ঠিক করা হয়েছে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি আছে, সংশ্লিষ্ট সূত্রের খবর অনুযায়ী নির্মাতারা খুবই আত্মবিশ্বাসী। তাদের মতে, ছবিটি মূলত এক সাধারণ প্রেমের গল্প, যা বিশ্বের সকল দর্শকের কাছে আবেদন তৈরি করবে। এই সিনেমা ওই তারিখে এককভাবে প্রেক্ষাগৃহে চলার সম্ভাবনা রাখে, কারণ ২৬ সেপ্টেম্বর আর কোনো বড় ছবি মুক্তি পাচ্ছে না। সিনেমা নিয়ে নির্মাতারা আশা প্রকাশ করেছেন যে, বিতর্কিত হওয়া সত্ত্বেও দর্শকরা ছবির গল্প ও অভিনয়কে উপভোগ করবেন।