প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৫
ডেস্ক রিপোর্ট: হোমবাউন্ড’ এর প্রিমিয়ারের জন্য টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হাজির হয়েছেন বলিউড তারকা জাহ্নবী কাপুর। প্রিমিয়ারের আগে লাল গালিচায় তার উপস্থিতি মুহূর্তটা আরও রঙিন করে তোলে। বাহারি পোশাকে ক্যামেরার ক্লিকের মধ্যে দিয়ে হেঁটে উপস্থিত সবাইকে মুগ্ধ করেছেন তিনি। এদিন জাহ্নবী পরেছিলেন আবু জানি-সন্দীপ খোসলার তৈরি রেশমের শাড়ি, আধুনিকভাবে সাজানো। পল্লুটি কাঁধে দিয়ে ধরা লুকটি সাধারণ শাড়ির ধারণাকে ছাড়িয়ে গিয়েছিল-দেখতে একেবারে খোলা দিগন্তের মতই অনুভূতি জাগাচ্ছিল। সঙ্গে ছিল গভীর কাটের, স্লিভলেস ব্লাউজ, যা জাহ্নবীকে আরও ঝলমলে করে তুলেছে। বলিউডের নতুন প্রজন্মের এই অভিনেত্রীর সাজের নেপথ্যে ছিলেন কাজিন ও স্টাইলিস্ট রিয়া কাপুর। রিয়ার পরিকল্পনায় শাড়িটি জামাবার থেকে অনুপ্রাণিত। অ্যান্টিক জামাবার জ্যাকেট পুনঃব্যবহার করা হয়েছিল, হাতে তৈরি সিল্কের রেশমের টাসেল মিলিয়ে পুরো লুকটি ফুটে উঠেছে ভারতীয় হস্তশিল্প ও ঐতিহ্যের মেলবন্ধনে। মুক্তার অলংকারের নূর যোগ করেছে এক রাজকীয় আভিজাত্য, যা সম্পূর্ণ সাজটিকে দিয়েছে সম্পূর্ণ নতুন উচ্চতা। প্রিমিয়ারের সময় ভক্তদের উচ্ছ্বাস যেন শহর থামিয়ে দিল-ফ্ল্যাশ আর ক্যামেরার ক্লিকের মাঝেই ফুটে উঠল জাহ্নবীর আত্মবিশ্বাস, সৌন্দর্য এবং বলিউডের নতুন প্রজন্মের উজ্জ্বলতা। প্রিমিয়ারের আগে ঈশান খট্টর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন একটি আনন্দময় সেলফি, যেখানে দেখা যাচ্ছে জাহ্নবী, ঈশান, বিশাল এবং পুরো ‘হোমবাউন্ড’ টিম হাসিমুখে। ছবিটির উষ্ণতা আর উল্লাস যেন ক্যামেরার ফ্রেম ছাড়িয়ে দর্শকের হৃদয়েও ছড়িয়ে পড়েছে। প্রযোজক করণ জোহর আগেই টিআইএফএফ-এ ছবির নির্বাচনের খবর ঘোষণা করেছিলেন। হ্যাশট্যাগ দিয়ে তিনি লিখেছিলেন, “টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গালা প্রেজেন্টেশনসে আনুষ্ঠানিকভাবে ‘হোমবাউন্ড’ নির্বাচিত হয়েছে। আবারও দারুণ সম্মানের জায়গা পেলাম-ধর্মা প্রোডাকশনের জন্য এটি এক গর্বের মুহূর্ত।’ ‘হোমবাউন্ড’ ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত। কান চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রিমিয়ারে নয় মিনিটের দীর্ঘ স্ট্যান্ডিং ওভেশন পেয়েছিল। গল্পটি দুই শৈশবসঙ্গীর-যারা উত্তর ভারতের ছোট গ্রাম থেকে উঠে পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখে-এর পথচলায় সামাজিক চাপ পরিস্থিতি এবং ব্যক্তিগত হতাশা তাদের বন্ধনকে পরীক্ষা করে।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest