প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৫
ডেস্ক রিপোর্ট : দোয়া শুধু ইবাদত নয়, বরং এটি ইবাদতের মূলও বটে। আল্লাহর সাথে বান্দার সরাসরি সম্পর্ক স্থাপনের মাধ্যম হলো দোয়া। কোনো পরিস্থিতিতে, বিপদে-আপদে বা প্রয়োজনের সময় একজন মুমিন আল্লাহর দ্বারস্থ হয়। এই দোয়ার মাধ্যমেই মানুষ তার ভাগ্য পরিবর্তনের সুযোগ পায়। ইবাদতের মূল দোয়া। মানুষের ভাগ্য তার প্রচেষ্টা ও দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। যেমন হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেছেন, ‘দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না। (তিরমিজি, হাদিস ২১৩৯)দুনিয়ার কোন মানুষের কাছে যদি আমরা কিছু চাই তখন তিনি রাগ বা বিরক্ত হোন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামীন এত বেশি দয়ালু যে, তার কাছে কিছু চাইলে তিনি খুশি হন। এমনকি না চাইলে তিনি রাগ করেন। যেমন হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু চায় না, আল্লাহ তার ওপর রাগ হন। (তিরমিজি, হাদিস)এছাড়াও স্বয়ং আল্লাহতায়ালা নিজেই তার কাছে চাওয়ার জন্য এবং যা চাইব তা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। পবিত্র কুরআনে যেমন তিনি বলেন, তোমরা আমার কাছে দোয়া করো। আমি তোমাদের দোয়া কবুল করব। (সুরা মুমিন, আয়াত ৬০)
অন্যত্র বলেন, হে রাসুল! যখন আমার বান্দা আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে, তখন বলে দিন- আমি বান্দার খুব কাছেই আছি। সে যখনই আমার কাছে দোয়া করে, আমি তার দোয়া কবুল করি। (সুরা বাকারা, আয়াত ১৮৬)
দোয়া করা বড় উপকারী ইবাদত। কাজেই এই উপকারী ইবাদত তথা দোয়া কবুলের কিছু বিশেষ সময় রয়েছে। যে-সব সময়ে দোয়া করলে দোয়া অবশ্যই কবুল করা হয়। হাদিসে আছে মহান রাব্বুল আলামিন কিছু মানুষের দোয়া ফিরিয়ে দেন না অবশ্যই কবুল করেন।
১. রোগীর দোয়া
রোগাক্রান্ত ব্যক্তির দোয়া আল্লাহর কাছে বিশেষ গ্রহণযোগ্য। নবীজি (সা.) বলেছেন, ‘যখন তোমরা কোনো রোগীর কাছে যাও বা তাকে দেখতে যাও, তখন তাকে বলো যেন সে তোমার জন্য দোয়া করে। কারণ, তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো’। (সুনান তিরমিজি, হাদিস : ৩,৫৯৮)
২. রোজাদারের দোয়া
রোজাদারের দোয়া অত্যন্ত কার্যকর। নবী (সা.) বলেছেন,‘রোজাদারের দোয়া ইফতারের সময় ফিরিয়ে দেওয়া হয় না’। (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১,৭৫৩)
৩. মা বাবার দোয়া
নবীজি (সা.) বলেছেন, ‘তিনজনের দোয়া নিশ্চিতভাবে কবুল হয়। মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া ও পিতার সন্তানের জন্য দোয়া।’ (সুনানে তিরমিজি, হাদিস : ১,৯০৫)।
৪. অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া
নবীজি (সা.) বলেছেন, ‘যখন কোনো মুসলিম তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে, তখন ফেরেশতা বলে, ‘আমিন, তোমার জন্যও তাই হোক।’ (সহিহ মুসলিম, হাদিস : ২,৭৩২)।
দোয়া শুধু চাওয়ার মাধ্যম নয়, বরং এটি আল্লাহর সাথে সম্পর্ক গঠনের একটি পথ। যে ব্যক্তি নিয়মিত দোয়া করে, সে কখনো একা থাকে না। আল্লাহর দরবারে দোয়া কবুল হওয়ার সময় ও পদ্ধতি আছে, সেসব অনুসরণ করলে বান্দা তার চাওয়া সহজেই পেতে পারে। তাই আমাদের উচিত, সবসময় ও সব অবস্থায় আল্লাহর কাছে দোয়া করা।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest