ফেডারেল তদন্তের মধ্যেই এনওয়াইপিডি কর্মকর্তার রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৫

ফেডারেল তদন্তের মধ্যেই এনওয়াইপিডি কর্মকর্তার রহস্যজনক মৃত্যু

ডেস্ক রিপোর্ট : কেনেডি এয়ারপোর্টে হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনের এজেন্টরা সোমবার রাতে কর্মকর্তার সঙ্গে দেখা করে তার বিরুদ্ধে চলমান একটি তদন্তের কথা জানান। চলমান ফেডারেল তদন্তের মধ্যে এনওয়াইপিডির একজন কর্মকর্তাকে তার ওয়েস্ট ইসলিপের বাড়িতে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ হয়ে মারা যান ওই কর্মকর্তা। প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।এনওয়াইপিডির ওই কর্মকর্তা ইতালি থেকে দেশে ফিরেছিলেন। এসময় কেনেডি এয়ারপোর্টে হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনের এজেন্টরা সোমবার রাতে কর্মকর্তার সঙ্গে দেখা করে তার বিরুদ্ধে চলমান একটি তদন্তের কথা জানান। এবিসি নিউজ জানায়, তখন তিনি তার চারটি বন্দুক এজেন্টদের কাছে হস্তান্তর করেন এবং এনওয়াইপিডি তাকে পূর্ণ দায়িত্বপূর্ণ কাজ থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়ে দায়িত্ব সীমিত করে দেয়।পরের দিন ভোরে ওই কর্মকর্তাকে তার ওয়েস্ট ইসলিপের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। কর্মকর্তাদের মতে, তিনি আত্মহত্যার জন্য তার বাড়িতে থাকা অন্য বন্দুকগুলোর মধ্যে একটি ব্যবহার করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। তদন্তে কর্মকর্তার বিরুদ্ধে কোনও ফেডারেল অভিযোগ দায়ের করা হয়নি। সাফোক কাউন্টি পুলিশ বলেছে এটি কোন অপরাধমূলক মৃত্যু নয়, তবে এ বিষয়ে বিস্তারিত কোন মন্তব্য করতে তিনি অস্বীকৃতি জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ