প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৫
ডেস্ক রিপোর্ট:এশিয়া কাপে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৩৯ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। দলীয় ৫৩ রানে পঞ্চম উইকেট পতনের পর ষষ্ঠ উইকেটে ৬১ বলে অবিচ্ছিন্ন ৮৬ রানের রেকর্ড জুটি গড়েন জাকের আলি ও শামীম হোসেন।আবু ধাবিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। প্রথম ওভারের শেষ বলে শ্রীলংকান পেসার নুয়ান থুসারার বলে বোল্ড হন ওপেনার তানজিদ হাসান। পরের ওভারে দুসমন্থ চামিরার শিকার হয়ে সাজঘরে ফেরেন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন। দু’জনের কেউই রানের খাতা খুলতে পারেননি। অর্থাৎ বাংলাদেশের স্কোর সচল হওয়ার আগেই বিদায় নেন তানজিদ ও পারভেজ। সংক্ষিপ্ত ভার্সনে বাংলাদেশ এই প্রথমবার শূন্য রানে ২ উইকেট হারালো।শুরুর চাপ সামলে ওঠার চেষ্টা করেও তৃতীয় উইকেটে ১১ রানের বেশি যোগ করতে পারেননি অধিনায়ক লিটন দাস ও তাওহিদ হৃদয়। একবার জীবন পেয়ে ৮ রানে রানআউট হন হৃদয়।দলীয় ১১ রানে হৃদয় ফেরার পর ক্রিজে লিটনের সঙ্গী হন মাহেদি হাসান। পাওয়ার প্লের শেষ ওভারে দাসুন শানাকার বলে লিটনের ৩ বাউন্ডারিতে ৬ ওভারে ৩০ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।অষ্টম ওভারে শ্রীলংকা স্পিনার হাসারাঙ্গা ডি সিলভার বলে ৯ রানে লেগ বিফোর আউট হন মাহেদি হাসান। দলের রান ৫০ পার করে সাজঘরের পথ ধরেন লিটন। হাসারাঙ্গার বলে রিভার্স সুইপ করতে গিয়ে উইকেটরক্ষককে ক্যাচ দেন টাইগার দলনেতা। ৪টি চারে ২৬ বলে ২৮ রান করে লিটন আউট হলে দশম ওভারে ৫৩ রানেই ৫ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে বাংলাদেশ।এ অবস্থা থেকে বাংলাদেশকে টেনে তোলেন জাকের ও শামীম। এই জুটিতেই ১৬তম ওভারে দলীয় ১শতে পা রাখে বাংলাদেশ। ১৯তম ওভারের শুরুতে শামীমের ব্যাটে ইনিংসের প্রথম ছক্কার দেখা পায় বাংলাদেশ।শেষ পর্যন্ত ষষ্ঠ উইকেটে জাকের ও শামীমের ৬১ বলে রেকর্ড ৮৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে ২০ ওভারে ৫ উইকেটে ১৩৯ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। টি-টোয়েন্টিতে ষষ্ঠ উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি টাইগাদের।২টি চারে জাকের ৩৪ বলে ৪১ এবং ৩টি চার ও ১টি ছক্কায় ৩৪ বলে ৪২ রানে অপরাজিত থাকেন শামীম।
শ্রীলংকার হাসারাঙ্গা ২৫ রানে ২ উইকেট নেন।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest