টিভি দর্শকে রেকর্ড যুক্তরাষ্ট্র-উরুগুয়ে ম্যাচে

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৪

টিভি দর্শকে রেকর্ড যুক্তরাষ্ট্র-উরুগুয়ে ম্যাচে

ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে কোপা আমেরিকায় হতাশ করেছে যুক্তরাষ্ট্র। জয় দিয়ে আসর শুরুর পরও তারা বিদায় নিয়েছে গ্রুপ পর্বেই। তবে তাদের খেলা দেখতে আগ্রহী দর্শকের পরিমাণ ছিল প্রচুর। যা গড়েছে নতুন এক রেকর্ড। গত মঙ্গলবার ‘সি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচ উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলে হেরেছে যুক্তরাষ্ট্র। সেদিন ম্যাচটির ফলাফল নিজেদের পক্ষে আনতে পারলেই কোয়ার্টার-ফাইনালে পৌঁছে যেত স্বাগতিকরা। ক্যানসাসের অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ফক্স স্পোর্টস ১ চ্যানেলে দেখেছেন গড়ে ৩৭ লাখ ৮০ হাজার দর্শক। ফক্স স্পোর্টসের মতে বিশ্বকাপ বাদে কোনো ফুটবল ম্যাচে এটিই সর্বোচ্চ দর্শকের রেকর্ড। এ ছাড়া যুক্তরাষ্ট্রে ইংরেজি ভাষায় দেখা কোপা আমেরিকার ম্যাচগুলোর মধ্যেও এটিই রেকর্ড। কোপা আমেরিকার আগের রেকর্ডটি ছিল চলতি আসরেই যুক্তরাষ্ট্র ও বলিভিয়ার মধ্যকার ম্যাচে। সেদিন গড়ে ৩১ লাখ ৯০ হাজার দর্শক ম্যাচটি টিভিতে দেখেছিল। উরুগুয়ের বিপক্ষে প্রথমার্ধে গোলশূন্য থাকার পর শেষ দিকে একপর্যায়ে ফক্স স্পোর্টস ১-র দর্শকসংখ্যা বেড়ে হয়ে গিয়েছিল ৪৮ লাখ ৭০ হাজার। সব মিলিয়ে ফক্স, ফক্স স্পোর্টস ১, ফক্স স্পোর্টস ২-এ এখন পর্যন্ত চলতি আসরের গড় দর্শক প্রায় ১১ লাখ। ২০২১ সালে সবশেষ আসরে এটি ছিল ২ লাখ ১৬ হাজারের কাছাকাছি। এর আগে ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে হওয়া কোপা আমেরিকায় ফক্স স্পোর্টসের গড় দর্শক ছিল ৭ লাখ ৭৪ হাজার।
সুত্র:এফএনএস ডটকম

এ সংক্রান্ত আরও সংবাদ