ফেডারেল রিজার্ভ গভর্নর লিসাকে বরখাস্তে ট্রাম্পের আবেদন প্রত্যাখ্যান

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৫

ফেডারেল রিজার্ভ গভর্নর লিসাকে বরখাস্তে ট্রাম্পের আবেদন প্রত্যাখ্যান

ডেস্ক রিপোর্ট: লিসা কুককে বরখাস্তের চেষ্টা সাময়িক সময়ের জন্য আটকে দিয়েছিলেন এক বিচারক। সেই রায় স্থগিত করতে অনুরোধ করেছিল জাস্টিস ডিপার্টমেন্ট। আপিল আদালত জাস্টিস ডিপার্টমেন্টের সে অনুরোধ প্রত্যাখ্যান করে। ফেডারেল রিজার্ভ গভর্নর লিসা কুককে বরখাস্তে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে অনুমোদনের আবেদন সোমবার প্রত্যাখ্যান করেছে একটি আপিল আদালত। বিষয়টি জানিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ১৯১৩ সালে কেন্দ্রীয় ব্যাংকটি প্রতিষ্ঠার পর প্রথম কোনো প্রেসিডেন্ট হিসেবে গভর্নরের বরখাস্ত চেয়েছেন ট্রাম্প। তার এ আইনি লড়াইয়ে ঝুঁকিতে পড়েছে ফেডারেল রিজার্ভের দীর্ঘদিনের স্বাধীনতা।বার্তা সংস্থাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া সার্কিটের আপিল আদালতের উল্লিখিত সিদ্ধান্তের মানে হলো মঙ্গলবার ও বুধবার অনুষ্ঠেয় ফেডারেল রিজার্ভের নীতি নির্ধারণী বৈঠকে যোগ দেওয়া থেকে লিসাকে আটকাতে সুপ্রিম কোর্টে আপিলের জন্য কয়েক ঘণ্টা সময় আছে ট্রাম্প প্রশাসনের। শ্রমবাজার চাঙা করতে দুই দিনের বৈঠকে সুদের হার কমাতে পারে ফেডারেল রিজার্ভ।
লিসা কুককে বরখাস্তের চেষ্টা সাময়িক সময়ের জন্য আটকে দিয়েছিলেন এক বিচারক। সেই রায় স্থগিত করতে অনুরোধ করেছিল জাস্টিস ডিপার্টমেন্ট। আপিল আদালত জাস্টিস ডিপার্টমেন্টের সে অনুরোধ প্রত্যাখ্যান করে। ট্রাম্প প্রশাসন আপিল আদালতের এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবে বলে আশা করা হচ্ছে।ইউএস ডিস্ট্রিক্ট জাজ জিয়া কব গত ৯ সেপ্টেম্বর দেওয়া রায়ে জানান, দায়িত্ব গ্রহণের আগে লিসা কুক মর্টগেজ প্রতারণা করেছেন বলে দাবি করেছেন ট্রাম্প। লিসার নাকচ করা এ দাবির ভিত্তিতে তাকে পদচ্যুত করা ফেডারেল রিজার্ভ গঠন আইনের আলোকে সম্ভবত যথেষ্ট ভিত্তি নয়।

এ সংক্রান্ত আরও সংবাদ