শেষ মুহুর্তের পেনাল্টিতে জয় পেলো লিভারপুল

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৫

শেষ মুহুর্তের পেনাল্টিতে জয় পেলো লিভারপুল

ডেস্ক রিপোর্ট: লিভারপুলের। প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর লড়াইয়ে ৯৫তম মিনিটে মোহাম্মদ সালাহর পেনাল্টি গোলে ১-০ ব্যবধানে বার্নলিকে হারিয়েছে অলরেডরা। এই জয়ে আবারও টেবিলের শীর্ষস্থান দখল করেছে আর্নে স্লটের দল। ম্যাচজুড়ে বার্নলির রক্ষণভাগ দুর্দান্তভাবে লিভারপুলকে আটকায়। অলরেডদের হয়ে ডমিনিক সোবোস্লাই ও ফেদেরিকো কিয়েসা একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাননি। এদিকে, দ্বিতীয়ার্ধে ফ্যাবিয়ান ভির্টজকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বার্নলির লেসলি উগোচুকুকে। ৮৪ মিনিটে বার্নলি ১০ জনের দলে পরিণত হলেও লিভারপুল শেষ মুহূর্ত পর্যন্ত গোল খুঁজে পাচ্ছিল না। তবে ইনজুরি টাইমের শেষ মিনিটে জেরেমি ফ্রিমপংয়ের ক্রস হাতে লাগায় হ্যানিবাল মেজব্রি, ফলে পেনাল্টির সুযোগ পায় লিভারপুল। সুযোগ কাজে লাগিয়ে সালাহ গোল করেন এবং দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। এই জয়ে লিভারপুল তৃতীয়বারের মতো মৌসুমের প্রথম চারটি ম্যাচ টানা জয়ের কীর্তি গড়ল। একইসঙ্গে গত এক বছরে প্রতিটি শীর্ষ লিগ ম্যাচে গোল করার ধারাও বজায় রাখল তারা। উল্লেখযোগ্য বিষয় হলো, টানা চতুর্থ ম্যাচে লিভারপুল শেষ ১০ মিনিট বা তারও পরে গোল করে জয় নিশ্চিত করেছে; যা প্রিমিয়ার লিগে নতুন রেকর্ড। সালাহর এ গোল তাকে প্রিমিয়ার লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় ১৮৮ গোল নিয়ে চতুর্থ স্থানে তুলে নিয়েছে, ছাড়িয়েছে অ্যান্ড্রু কোলকে। ওয়েইন রুনি (২০৮) আছেন তৃতীয় স্থানে। অবাক করা বিষয় হলো, এটি ছিল সালাহর প্রিমিয়ার লিগ ক্যারিয়ারে প্রথমবারের মতো ৯০ মিনিটের পর করা জয়সূচক গোল।